• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের বিয়ের বয়সে বউ সাজার শখ! আর কতবার? কনে রূপে শ্রাবন্তীকে দেখেই কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Srabanti Chatterjee trolled after recent bridal look video goes viral on social media

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত ব্যক্তিত্ব (Tollywood actress) হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিনেত্রীকে নিয়ে সংবাদমাধ্যম, নেটপাড়ায় চর্চা লেগেই থাকে। যদিও যতটা না বেশি তাঁর কাজ নিয়ে চর্চা হয়, তার চেয়ে ঢের বেশি হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তিন বিয়ে নিয়ে মাঝেমধ্যেই কটাক্ষ শুনতে হয় টলি ডিভাকে। সেই সঙ্গেই চলতে থাকে চতুর্থ বিয়ের প্রস্তুতির গুঞ্জন।

টলি সুন্দরী শ্রাবন্তী যে তিনবার বিয়ে করেছেন তা অনুরাগীদের কারোরই অজানা নয়। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, তৃতীয় বিয়ে ভাঙার পর ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। চতুর্থ বিয়ের সানাই তাহলে কবে বাজবে? এই প্রশ্নের সম্মুখীন সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হতে হয় শ্রাবন্তীকে।

Srabanti Chatterjee bridal look

সম্প্রতি যেমন কনের বেশে সামাজিক মাধ্যমে নিজের একটি ভিডিও শেয়ার করেছিলেন টলি ডিভা। এরপর থেকেই ফের ‘বিয়ে-তীর’এ বিদ্ধ হতে হচ্ছে তাঁকে। সংশ্লিষ্ট ভিডিওয় একজন নেটাগরিক কমেন্ট করেছেন, ‘আবার বিয়ে করছেন নাকি? এটা কত নম্বর?’

আসলে সম্প্রতি নব বধূর বেশে ফটোশ্যুট করেছেন শ্রাবন্তী। টলিউডের সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহার হয়ে এই শ্যুট করেছিলেন তিনি। রুদ্রই সামাজিক মাধ্যমে এই ভিডিও শেয়ার করেছিলেন। আর তারপর থেকে কমেন্ট বক্সে উপচে পড়ছে একাধিক নেতিবাচক মন্তব্য।


একজন নেটাগরিক যেমন শ্রাবন্তীর ছেলের বয়সের কথা স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, ‘ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে। তবে এনার বিয়ের শখ কিছুতেই যাচ্ছে না!’ আর একজন আবার টলি সুপারস্টার প্রসেনজিৎ’এর নাম নিয়ে খোঁচা দিয়ে লিখেছেন, ‘প্রসেনজিৎ আঙ্কল কোথায় তুমি? শ্রাবন্তী তোমায় বিয়ের লড়াইয়ে হারিয়ে দিল তো! তুমি ৪ নম্বর বিয়ে কবে করবে?’।

Srabanti Chatterjee trolled

প্রসঙ্গত, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই চর্চায় থেকেছে। রোশন সিংয়ের সঙ্গে তাঁর তিন নম্বর বিয়ে ভাঙা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। আজকাল আবার শোনা যাচ্ছে, ‘ভালো বন্ধু’ অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেও দূরত্ব বজায় রেখে চলছেন নায়িকা। তাঁদের মধ্যে এখন শুধু ‘প্রফেশন্যাল’ সম্পর্কই রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥