• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে পর্ণস্টার লাগছে! বোল্ড অবতারে ভিডিও শেয়ার করে ট্রোলড শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রইল ভিডিও

Updated on:

Tollywood actress Srabanti Chatterjee trolled after sharing a bold video

টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। অভিনেত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে অনেক বেশি কথা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। তিন বিয়ে থেকে শুরু করে চতুর্থ প্রেমিক, এসব নিয়ে নেটমাধ্যমে চর্চা চলতেই থাকে। সম্প্রতি যেমন আবার সোশ্যাল মিডিয়ায় একটি বোল্ড ভিডিও শেয়ার করে চরম কটাক্ষের শিকার হয়েছেন টলি সুন্দরী।

শ্রাবন্তী একসময় টলিউডের বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন জিৎ, দেব, সোহমের মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে। তবে এখন তাঁকে খুব একটা বড় পর্দায় দেখা যায় না। কিন্তু তাই বলে কিন্তু শ্রাবন্তীর জনপ্রিয়তায় একটুও আঁচ পড়েনি। বড় পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।

Srabanti Chatterjee

প্রায় ৪০ ছুঁইছুঁই শ্রাবন্তী মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নানান পছন্দের মুহূর্ত শেয়ার করে থাকেন। সম্প্রতি যেমন কালো রঙের একটি পোশাক পরে একেবারে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন টলি সুন্দরী। কালো পোশাক, খোলা চুলে আর ন্যুড মেক আপে বেশ সুন্দর দেখতে লাগছিল শ্রাবন্তীকে।

Srabanti Chatterjee bold images

তবে তা সত্ত্বেও এই ভিডিও শেয়ার করে প্রচণ্ড কটাক্ষের সম্মুখীন হয়ে হয়েছে টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রীকে। কিন্তু কী এমন রয়েছে এখানে? শ্রাবন্তীর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, ওয়ান পিস পরে মুভিং ক্যামেরার নানান লাস্যময়ী পোজ দিচ্ছেন তিনি। একথা না মেনে কোনও উপায় নেই যে সেখানে তাঁকে বেশ আকর্ষণীয় দেখতে লাগছিল।

যদিও নেটিজেনদের একাংশ শ্রাবন্তীর এই বোল্ড লুক দেখার পর নানান ধরণের নোংরা মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। বেশ কয়েকজন নেটিজেন একটি পর্ণসাইটের নাম উল্লেখ করে লিখেছেন, সংশ্লিষ্ট পর্ণ সাইটের বিভিন্ন ভিডিওর সৎ মায়ের মতো দেখাচ্ছে টলি সুন্দরীকে।

Srabanti Chatterjee trolled

আর কয়েকজন নেটাগরিক আবার শ্রাবন্তীকে বয়সের খোঁচা দিয়ে লিখেছেন, ‘বয়স হয়ে গিয়েছে, আর দেখতে ভালোলাগছে না’, ‘বুড়ো বয়সে ভীমরতি’- এই গোছের নানান মন্তব্য। একজন নেটিজেন আবার টলি সুন্দরীর ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করে লিখেছেন, ‘নতুন কাউকে খোঁজ চলছে?’ যদিও এত কটু কথা শুনলেও শ্রাবন্তী কিন্তু এই বিষয়ে একটিও মন্তব্য করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥