সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের (Bollywood) নামী অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi marriage)। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন বর্ষীয়ান অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই একদিকে যেমন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বেশ কিছু অনুরাগী, তেমনই আবার কটাক্ষ বাণে বিদ্ধও করেছেন অনেকে। ‘বুড়ো’ বয়সে বিয়ে (Marriage) করে প্রচুর কটু কথা শুনতে হচ্ছে অভিনেতাকে।
এবার আশিস বিদ্যার্থীর পাশে দাঁড়িয়ে সরব হলেন টলিউডের (Tollywood) দুই নামী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। একাধিক বিয়েতে সমস্যা কোথায়? প্রশ্ন তুলেছেন এই দুই অভিনেত্রী। আশিসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কড়া জবাব দিয়ে নিন্দুকদের মুখও বন্ধ করে দিয়েছেন তাঁরা।
সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল শ্রাবন্তী এবং ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য তথা রূপাঞ্জনার সঙ্গে। শ্রাবন্তী নিজে ৩বার বিয়ের পিঁড়িতে বসেছেন। যদিও দুর্ভাগ্যবশত কোনও বিয়েই টেকেনি। তিন বার সাত পাকে বাঁধা পড়া নিয়ে কম কটাক্ষ শোনেননি নায়িকা।
অপরদিকে রূপাঞ্জনার পরিস্থিতিও কিছুটা এক। প্রথম বিয়ে ভাঙার পর কয়েক মাস আগে বয়সে ছোট প্রেমিকের সঙ্গে আংটি বদল সেরেছেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করার পর ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর দিকেও ধেয়ে এসেছে নানান কুমন্তব্য। এবার আশিস বিদ্যার্থীর সঙ্গেও একই জিনিস হচ্ছে দেখে মুখ খোলেন শ্রাবন্তী-রূপাঞ্জনা দু’জনে।
শ্রাবন্তী বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর তাছাড়া অন্য লোকের জীবন নিয়ে তাঁরাই চর্চা করেন, যাদের জীবনে প্রচুর ফাঁকা সময় রয়েছে’। টলি সুন্দরীর সংযোজন, ‘ওনার খারাপ সময়ে তো কেউ পাশে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করেনি। তাহলে তিনি যদি ভালো থাকার চেষ্টা করেন, তাহলে অন্য লোকের সমস্যা কোথায়? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো কোনও অন্যায় নয়। খুব ভালো বিষয়ে এসে ৫৭ বছরে নতুন করে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের ওনার প্রশংসা করা উচিত’।
অপরদিকে রূপাঞ্জনা বলেন, ‘মানুষের মনন জানাটা খুব জরুরি। তাঁরা সকাল থেকে উঠে যদি শুধু নেতিবাচক জিনিসই খোঁজার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে তাঁদের জীবনটাই এরকম। কিছু হলে তাঁরা ভয় পেয়ে যান। তাই এগুলোয় বেশি গুরুত্ব না দেওয়াই শ্রেয়। এটা ওনার জীবন। তিনি ভেবেছেন। আমার আশিসবাবুর সঙ্গে একবারই আলাপ হয়েছিল। খুব ভালো মানুষ বলেই মনে হয়েছে। আমি যখন নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছিলাম, অনেকে অনেক কথা বলেছিলেন। তবে তাঁরাই এখন ভালো ভালো কথা বলেন। তাই আমি আশিসবাবুকে নতুন জীবনের জন্য শুভেচ্ছাই জানাব‘।