• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা বাদ, প্রেমিকার সঙ্গে একান্তে জন্মদিন পালন শ্রাবন্তী-পুত্রের! ভাইরাল অন্তরঙ্গ মুহূর্তের ছবি

Updated on:

Srabanti Chatterjee,Abhimanyu Chatterjee,Damini Ghosh,Birthday,Tollywood,Tollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,অভিমন্যু চট্টোপাধ্যায়,দামিনী ঘোষ,জন্মদিন,টলিউড,টলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Abhimanyu Chatterjee birthday,Srabanti Chatterjee son,Abhimanyu Chatterjee Damini Ghosh,অভিমন্যু চট্টোপাধ্যায়ের জন্মদিন,শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে,অভিমন্যু চট্টোপাধ্যায় দামিনী ঘোষ

টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) মতো তাঁর ছেলে অভিমন্যুর (Abhimanyu Chatterjee) ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের কৌতুহল প্রচুর। মায়ের মতোই খুল্লমখুল্লা প্রেম করেন তিনি। ছেলের প্রেমিকা দামিনী ঘোষের (Damini Ghosh) সঙ্গে শ্রাবন্তীরও দারুণ সম্পর্ক। মাঝেমধ্যেই তিনজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। হবু বৌমার সোশ্যাল মিডিয়া পোস্টে জ্বলজ্বল করে টলি সুন্দরীর ভালোবাসায় ভরা নানান কমেন্ট।

শ্রাবন্তী এমন একজন অভিনেত্রী যিনি খুব কম বয়সে বিয়ে করেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের জন্ম দেন তিনি। কম বয়সে বিয়ে, সন্তান হওয়ায় ছেলের সঙ্গে বন্ধুর মতোই মেশেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, মা-ছেলে কম তাঁদের সম্পর্ক ভাই-বোনের মতো বেশি। অভিমন্যুর সব কাজে সমর্থন করেন শ্রাবন্তী।

Srabanti Chatterjee son, Srabanti Chatterjee and Abhimanyu Chatterjee

টলিপাড়ার এই মা-ছেলে জুটির মধ্যে অবশ্য আরও একটি মিল রয়েছে। তাঁদের দু’জনের জন্মদিন (Birthday) পরপর। গত ১৪ আগস্ট ছিল অভিনেত্রীর ছেলের জন্মদিন। থাইল্যান্ডের পাটায়ায় এলাহিভাবে জন্মদিন পালন করেছেন তিনি। সঙ্গে ছিলেন প্রেমিকা দামিনী ঘোষ।

প্রেমিকের জন্মদিন সেলিব্রেশনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দামিনী। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাটায়ার এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে দামিনীকে জাপটে ধরে দাঁড়িয়ে আছেন অভিমন্যু। তাঁদের মধ্যেকার অন্তরঙ্গতা ছবিতে একেবারে স্পষ্ট। ঝিনুকের জন্মদিনের দিন তাঁর পছন্দের চকোলেট কেকেরও ব্যবস্থা করেছিলেন দামিনী। সব মিলিয়ে, বেশ জমজমাটভাবে কেটেছে অভিমন্যুর জন্মদিন।

Abhimanyu Chatterjee and Damini Ghosh, Abhimanyu Chatterjee birthday

প্রসঙ্গত, প্রায় দু’বছর আগে দামিনীর সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন তাঁরা। বহুবার একসঙ্গে ঘুরতে যেতেও দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে এবং তাঁর প্রেমিকার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন টলি অভিনেত্রী। শ্রাবন্তী বলেন, মানুষের কাজই হল কথা বলা। তাই তাঁরা কথা বলবেই। কিন্তু জীবন একটাই, আর তিনি কিছু ভুল কাজ করছেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥