• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছর শেষের আগেই বড় চমক, চতুর্থবার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী? বধূবেশে ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী

Published on:

Srabanti Chatterjee,Srabanti Chatterjee marriage,Srabanti Chatterjee bridal look,Tollywood,entertainment,শ্রাবন্তী চট্টোপাধ্যায়,বধূ বেশে শ্রাবন্তী চট্টোপাধ্যায়,টলিউড,বিনোদন

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত চর্চিত একজন ব্যক্তিত্ব (Tollywood actress) হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কাজের থেকে বেশি অবশ্য অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বেশি আগ্রহ। মাঝেমধ্যেই সেই কারণে ট্রোলের শিকারও হতে হয় তাঁকে।

তিনবার বিয়ে করা থেকে চতুর্থ প্রেম, শ্রাবন্তীকে নিয়ে লোকের চর্চার অন্ত নেই। এছাড়াও বডি শেমিং তো রয়েছেই। যদিও সেই সব বিষয়কে বিশেষ পাত্তা দেন না টলি ডিভা। নেগেটিভিটিকে দূরে সরিয়ে তিনি বরং নিজের কাজ চালিয়ে যাওয়ায় বেশি বিশ্বাসী।

Tollywood actress Srabanti Chatterjee shared good news on social media

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে দেখা যাচ্ছে বধূ বেশে সেজে উঠছেন তিনি। আর তা দেখেই নেটিজেনদের একাংশের মনে উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তাহলে কি বছর শেষের আগেই সাত পাক ঘুরে ফেললেন অভিনেত্রী?

শ্রাবন্তীর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, নীলচে সবুজ রঙের একটি বেনারসী পরে রয়েছেন তিনি। সঙ্গে পরেছেন মানানসই সাবেকি সোনার গয়না। কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক। এক কথায় অনবদ্য দেখাচ্ছিল অভিনেত্রীকে। তবে জানিয়ে রাখি, বিয়ের জন্য নয়, বরং ফটোশ্যুটের জন্য বধূবেশে ধরা দিয়েছিলেন তিনি।

Srabanti Chatterjee bridal look

শ্রাবন্তীর এই ভিডিও দেখার পরই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অপূর্ব সুন্দরী। সত্যি বাঙালি সাজে নারীদের সৌন্দর্য ১০ গুণ বৃদ্ধি পায়’। আর একজন আবার লিখেছেন, ‘অসম্ভব সুন্দর’। যদিও এই ভিডিও দেখে অনেকে ট্রোলও করেছেন নায়িকাকে। একজন যেমন বিয়ে নিয়ে খোঁচা দিয়ে লিখেছেন, ‘শ্রাবন্তী কি আরও কয়েকটা বিয়ে করবে নাকি!’


প্রসঙ্গত, চলতি বছর তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে ‘ভয় পেও না’ ছবিটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। আগামী বছর রিলিজ করবে অভিনেত্রীর আরও বেশ কিছু সিনেমা। এখন শ্রাবন্তীর হাতে রয়েছে ‘হাঙ্গামা ডট কম’, ‘ডিয়ার ডি’ এবং অঙ্কুশ হাজরার সঙ্গে একটি সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥