• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পঞ্চম প্রেম পরিণতি পাওয়ার আগেই জীবনে হাজির নতুন ‘বাবুসোনা’! নিজেই পরিচয় দিলেন শ্রাবন্তী

Published on:

Srabanti Chatterjee New Babusona Photo Goes Viral

টলি সুন্দরী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) যেখানেই যান সেখানেই যেন তাঁর পিছু নেয় বিতর্ক। টলিউডের (Tollywood) প্রথম সারির চর্চিত অভিনেত্রীদের তালিকায় প্রথমেই আসে তাঁর নাম। তবে বেশিরভাগ সময়েই শ্রাবন্তীর অভিনয়ের তুলনায় একটু বেশিই  চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।

তিনি কোথায় যাচ্ছেন, কর সাথে যাচ্ছেন, কি পরছেন সবকিছু নিয়েই সরগরম থাকে পেজথ্রির পাতা। তাঁকে নিয়ে নেটিজেনদের সীমাহীন আগ্রহ দেখে একবার এক সাকাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি এমন একজন অভিনেত্রী যে বহু মানুষের হেঁসেল সামলাই’।

বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,জীতু কমল,Jeetu Kamal,বাবুসোনা,Babusona

তবে তাঁকে নিয়ে নিন্দুকরা যাই বলুন না কেন, কোনোদিনই কারও সমালোচনার ধার ধারেন না অভিনেত্রী।  উল্টে নিজের জীবনটাকে নিজের শর্তে বাঁচেন তিনি। প্রসঙ্গত প্রেম কিংবা বিয়ে নিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে নাম জড়ানোর বিষয়টি নতুন নয় একেবারেই।

সুন্দরী এই অভিনেত্রী ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন তিন-তিনবার। এরই মধ্যে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে অভিনেত্রীর পঞ্চম প্রেমের গুঞ্জন (Relationship Rumour)। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন হান্ডসামের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।

বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,জীতু কমল,Jeetu Kamal,বাবুসোনা,Babusona

এতদিন এই বিষয়ে মুখ না খুললেও এবার কোনো রাখঢাক না রেখেই সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের ‘বাবুসোনা’র ব্যাপারে জানালেন অভিনেত্রী। শ্রাবন্তীর এই হ্যান্ডসাম ‘বাবুসোনা’ কে তা জানার জন্য নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই। তবে বিষয়টি এবার খোলসা করেই বলা যাক।

বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,জীতু কমল,Jeetu Kamal,বাবুসোনা,Babusona

আসলে অংশুমান প্রত্যুষের পরিচালনায় আসছে শ্রাবন্তীর এক নতুন সিনেমা। আর এই সিনেমাতেই শ্রাবন্তীর বিপরীতে জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেতা জীতু কমল। সিনেমার গল্প অনুযায়ী দেখা যাবে জীতু কমল অভিনয় করবেন একজন অপহরণকারীর চরিত্রে। আর শ্রাবন্তীকে দেখা যাবে চোরের ভূমিকায়। ছবিতেই জীতুর নাম বাবু আর শ্রাবন্তীর নাম হবে সোনা। আর তাঁদের দুজনের মিলেই বলা হচ্ছে ‘বাবুসোনা’। জানা যাচ্ছে  এই ছবিটি  প্রযোজনার দায়িত্বে রয়েছেন অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥