• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝুঁকতে গিয়েই বেরিয়ে গেল সব! কোনোমতে লজ্জা ঢাকলেন শ্রাবন্তী, জন্মদিনে তুমুল ট্রোলড নায়িকা

Updated on:

Tollywood actress Srabanti Chatterjee got trolled for cutting cake on her birthday

টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। এর একটা কারণ যদি তাঁর দীর্ঘদিনের অভিনয় জীবন হয়, দ্বিতীয় কারণটা অবশ্যই ব্যক্তিগত জীবন। একাধিক বিয়ে এবং ডিভোর্সের জেরে প্রায়ই ট্রোলড (Trolled) হতে হয় নায়িকাকে। যদিও নেতিবাচক মন্তব্যকে বিশেষ পাত্তা দেন না তিনি। ‘একটাই জীবন, চুটিয়ে উপভোগ করো’- এই মন্ত্রে বিশ্বাসী তিনি।

সম্প্রতি ৩৬ বছরে পা দিয়েছেন শ্রাবন্তী। সময়ের নিরিখে আরেকটা বসন্ত পেরোলেও এই জন্মদিনেও (Birthday) অভিনেত্রীর পিছু ছাড়েনি বিতর্ক। এবারের জন্মদিনে কেক (Cake) কেটে ট্রোলড হয়েছেন টলি নায়িকা। নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে ছিছিক্কার করছেন নেটিজেনরা।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee birthday, Srabanti Chatterjee trolled on her birthday

সমাজমাধ্যমে (Social Media) শ্রাবন্তীর যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে গোল্ডেন রঙের একটি ডিপ নেক শিমারি গাউন। অফ শোল্ডার সেই ড্রেসে বেশ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। ন্যুড মেক আপ করে নিজের জন্মদিনের লুক কমপ্লিট করেছেন টলি নায়িকা। তবে এই পোশাক পরে শ্রাবন্তী যেভাবে কেক কেটেছেন সেটাই দৃষ্টি আকর্ষণ করেছে সবার।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee birthday, Srabanti Chatterjee trolled on her birthday

ডিপ নেক এই ড্রেস পরে ঝুঁকে কেক কাটতে দেখা যায় শ্রাবন্তীকে। আর তখনই স্পষ্টভাবে দেখা যায় তাঁর ক্লিভেজ। এটি দেখেই নেটিজেনদের একাংশ তাঁর ক্লাস নিতে শুরু করে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘জন্মদিনের কেক কাটা দেখানো নাকি শরীর দেখানোর জন্য এই ভিডিও করা হয়েছে?’ কারোর আবার মত, ‘বয়স বাড়লেও নির্লজ্জতা কমেনি’।


ঝুঁকে কেট কাটার জন্য নেটপাড়ায় তুমুল ট্রোলড হলেও শ্রাবন্তী এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। নিন্দুকদের বক্তব্যকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। একাধিক প্রোজেক্ট রয়েছে শ্রাবন্তীর হাতে। সেই কারণে সমাজমাধ্যমে হওয়া ট্রোলিংয়ের পিছনে নিজের সময় ব্যয় না করে, কাজে মনোনিবেশ করাটাকেই বেছে নিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥