• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাতি নাতনিদের সাথে ১৭ নম্বর বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী! ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোলিং

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। শ্রাবন্তী মানেই  বরাবরই পেজ থ্রীর পাতায় হট টপিক। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই সরগরম হয়ে ওঠে পেজ থ্রীর পাতা। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে তিনি এমন একজন অভিনেত্রী যাঁর অভিনয়ের তুলনায় অনেক বেশি চর্চা হয় ব্যক্তিগত জীবন নিয়ে।

তিনি কার সাথে সম্পর্ক রয়েছেন কিংবা কার সাথে প্রেম করছেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই মানুষের। এমনিতে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নেটিজেনদের ট্রলার মুখে পড়া তারকাদের কাছে এখন একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। ব্যতিক্রম নন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীও। বিয়ে হোক কিংবা সম্পর্ক তাঁকে নিয়ে ট্রোলিংয়ের একটাও সুযোগ হাতছাড়া করেন না নিন্দুকরা।

   

শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,টলিউড,Tollywood,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

যদিও বরাবরই নিন্দুকদের কথায় কান না দিয়ে হাসিমুখেই নিজের জীবনটাকে চুটিয়ে উপভোগ করেন অভিনেত্রী। আর বরাবরই এইভাবেই নীরবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দেন অভিনেত্রী। তাছাড়া অভিনেত্রীর অনুরাগী সংখ্যাও কিন্তু কম নেই। এরইমধ্যে সম্প্রতি বন্ধুর বিয়েতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন অভিনেত্রী।

শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,টলিউড,Tollywood,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

টুকটুকে লাল শাড়ি আর হালকা গয়নায় দিব্যি লাগছিল অভিনেত্রীকে। এদিন বন্ধুর বিয়েতে গিয়ে বর-বৌয়ের বসার চেয়ারে বসে এক গুচ্ছ সিঙ্গেল ছবি দিয়েছিলেন অভিনেত্রী। আর সেই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। সরাসরি সতেরো নম্বর বিয়ের খোঁচা দিয়ে কেউ লিখেছেন ‘সতেরো নম্বর বিয়ের প্রস্তুতি চলছে যেখানে শ্রাবন্তীর আর শ্রাবন্তীর নাতি/ নাতনির বিয়ে একসাথে হবে’।

শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,টলিউড,Tollywood,বিয়ে,Marriage,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আবার কারও কটাক্ষ ‘প্রজাপতি বসলে বিয়ে, ফড়িং বসলে প্রেম। আমার তো মশা বসেছিল এবার কী হবে?’ সম্ভবত এই ভাবেই অভিনেত্রীকে তার কেরিয়ার নিয়ে বিঁধেছেন ওই ব্যক্তি। টিবে শুধুই যে নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছে তা কিন্তু নয় অভিনেত্রীর অনেক অনুরাগী প্রশংসাতেও ভরিয়েছেন তাঁকে। প্রসঙ্গত আজই অর্থাৎ ২০ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’।

site