বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি শো হল ‘দিদি নম্বর ১’ (Didi No 1)। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো বছরের পর বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে। কখনও সাধারণ গৃহবধূ, কখনও আবার তারকাদের উপস্থিত হতে দেখা যায় জি বাংলার (Zee Bangla) এই শোয়ে। সম্প্রতি যেমন সৌমি বন্দ্যোপাধ্যায় (Soumi Banerjee), লাভলি মৈত্র সহ মোট ৪ তারকা দিদি তাঁদের সন্তানদের নিয়ে খেলতে এসেছিলেন।
সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সৌমি বেশি পরিচিত মুখ। বাস্তব জীবনে এক কন্যা সন্তানের মা তিনি। সম্প্রতি সেই অভিনেত্রীই রচনার শোয়ে এসে নিজের একরত্তি মেয়ের (Daughter) কাণ্ডকারখানার গল্প শোনালেন। শুধু তাই নয়, কীভাবে তাঁর খুদে বাড়ির সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরায় সেই কাহিনীও শেয়ার করেন সকলের সঙ্গে।
মা অভিনেত্রী হলেও সৌমির মেয়ে বড় হয়ে পুলিশ হতে চায়। আর পুলিশ হয়ে ইঁদুরদের হাতকড়া পরাতে চায় সে। আসলে ইঁদুররা বাড়ির চাল, আটা সব কিছু খেয়ে নিচ্ছে। সেই জন্য পুলিশ হয়েই তাঁদের শায়েস্ত করতে চায় সৌমির মেয়ে।
সৌমি বলেন, তাঁর মেয়ে এতখানি দুষ্টু যে বাড়ির সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। শুধু বাড়ির লোকজনকেই অবশ্য নয়, সম্পূর্ণ পাড়াকে অতিষ্ঠ করে তুলেছে সে। অভিনেত্রী জানান, তিনি যাদের ‘দিদি’ বলে সম্বোধন করেন, তাঁর মেয়েও তাঁদের ‘দিদি’ বলেই ডাকেন।
সৌমি বলেন, ‘আমার মেয়ে তো যেন আলাদিনের জিন। এক মুহূর্ত ও বসে থাকে না। একটা কাজ হলেই ও বলে আর একটা দাও। ওঁর খালি দাও, দাও আর দাও। আমরা ওঁকে কাজ দিতে দিতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু ও ক্লান্ত হয় না’।
অভিনেত্রীর কথায়, তাঁর মেয়ে শ্রীয়াংশি যখন যে কাজ করে তখন সেটা মন দিয়ে করে। তবে শান্ত হয়ে কোথাও বসে না। পুঁচকে শ্রীয়াংশি নিজেই এরপর বলে যে সে নাকি একসঙ্গে দু’টি ঘরে বসে আঁকে। সৌমির কথায়, তিনি ছোটবেলায় বেশ শান্ত ছিলেন। কিন্তু তাঁর মেয়ে একেবারে উল্টো। তিনি একদিকে ঘর গোছান, আর একদিকে সবকিছু ওলটপালট করে দেয় শ্রীয়াংশি।