খবরবিনোদন

শেষ দেখাটাও হল না! ‘আমার লাইফ সাপোর্ট চলে গেল’, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন সোনালি চৌধুরী

টলিপাড়ায় ফের দুঃসংবাদ। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছিলেন শঙ্কর চক্রবর্তীর স্ত্রী তথা অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। মঙ্গলবার মাতৃহারা হন টলিউডের নামী অভিনেত্রী দেবশ্রী রায়। এবার প্রিয়জনকে হারালেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী (Tollywood actress) সোনালি চৌধুরী। মাতৃহারা হয়েছেন ছোটপর্দার বোধিসত্ত্বের মা।

সোমবার রাতে প্রিয়জনকে হারিয়েছেন সোনালি। সেই সময় শ্যুটিং সেটেই ছিলেন অভিনেত্রী। আচমকা খবর পান মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সব কিছু ফেলে ছুটে যান হাসপাতালে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। মা’কে শেষ দেখাটাও দেখতে পাননি অভিনেত্রী।

Sonali Chowdhury sad

হঠাৎ করে নিজের সম্পূর্ণ দুনিয়া ওলটপালট হয়ে যাওয়ায় প্রচণ্ড ভেঙে পড়েছেন সোনালি। মা’কে হারানোর পর এক নামী সংবাদমাধ্যমকে অভিনেত্রী আক্ষেপ করে বলেন, ‘আমার লাইফ সাপোর্টটাকেই আমি হারিয়ে ফেললাম। একটুও সময় দিল না। অসুস্থতার খবর পাওয়া মাত্রই ছুটে এলাম, কিন্তু এসে দেখি মা আর নেই’।

কথা বলতে বলতেই গলা বুঝে আসে সোনালির। অভিনেত্রী বলেন, ’৭০ বছরেই চলে গেলেন। এটা একটা যাওয়ার বয়স হল? মায়ে ডায়ালিসিস চলত। কিন্তু উনি খুব অ্যাক্টিভ ছিলেন। এই বছর নিজের হাতেই লক্ষ্মীপুজোর জোগাড়ও করেছেন’।

Sonali Chowdhury

পর্দার বোধির মায়ের কাছে তাঁর মা’ই ছিলেন সব কিছু। কেবলমাত্র মা-মেয়ের সম্পর্কই নয়, তাঁরা ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু। তাই মা এবং কাছের বন্ধুকে হারিয়ে কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না সোনালি। একে একে পুরনো সব স্মৃতি ভিড় করে আসছে অভিনেত্রীর মনে।

প্রসঙ্গত, গত বছর মা হয়েছেন সোনালি নিজে। জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। মা হওয়ার পর বেশ কিছুটা সময় ছুটি কাটিয়ে ফের স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র হাত ধরে প্রত্যাবর্তন করেন অভিনেত্রী। এরপর ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র হাত ধরে ফের টেলিভিশন ধারাবাহিকের দুনিয়াতেও ফেরেন সোনালি। কয়েক মাস যেতে না যেতেই এত বড় ধাক্কার সম্মুখীন হলেন তিনি। অনুরাগীরা আশা করবেন, সব কিছু সামলে ফের স্বমহিমায় প্রত্যাবর্তন করবেন সোনালি।

Back to top button