• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবেসে বিয়ে করলেও সুখে নেই, দিদি নং ১ এর মঞ্চে আক্ষেপ সোনালী চৌধুরীর

Published on:

Not happy after marriage Sonali Chowdhury says on Didi No 1 to rachana banerjeea

বাংলা টেলিভিশন (Television) জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। সম্প্রতি এই অভিনেত্রী গিয়েছিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এ (Didi No. 1)। সেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল তাঁকে। কথায় কথায় উঠে আসে সোনালির বৈবাহিক জীবনের প্রসঙ্গও। সেই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী সাফ জানান, বিয়ে (Marriage) করে তিনি সুখে নেই!

২০১০ সাল থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে ‘দিদি নম্বর ১’। এই শোয়ে সাধারণ মহিলা থেকে শুরু করে নামী অভিনেত্রী- প্রত্যেকেই প্রতিযোগী হিসেবে হাজির হন। সকলের সুখ-দুঃখের কাহিনী শোনেন সঞ্চালিকা রচনা। সম্প্রতি যেমন এই শোয়ে এসেছিলেন টেলি দুনিয়ার একাধিক নামী অভিনেত্রীরা। সোনালি চৌধুরীর সঙ্গেই উপস্থিত হয়েছিল ঋ, দেবলীনা কুমাররা। নানান মজার খেলার মাঝেই প্রত্যেকের সঙ্গে গল্পও করছিলেন রচনা।

Sonali Chowdhury in Didi No. 1

সবার প্রথমে ঋ’কে সঞ্চালিকা জিজ্ঞেস করেন তাঁর বিয়ের কী প্ল্যান? কবে বসবেন বিয়ের পিঁড়িতে? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো বিয়েই করবো না’। একথা শোনার পর রচনা বলেন, ‘বিয়ে করে সোনালির মতো সুখী হও’।

রচনার মুখ থেকে একথা শোনার পরই আক্ষেপের সুরে সোনালি বলে ওঠেন, ‘আমি বিয়ে করে একদমই সুখে নেই। আমার পরামর্শ মানলে বিয়ে করিস না’। এরপর দেবলীনাকে সঞ্চালিকা জিজ্ঞেস করেন, সাইকেল চালানো নাকি সংসার করা- কোনটা বেশি সহজ? এই প্রশ্ন শুনে উত্তর দেওয়ার আগে হেসে লুটোপাটি খান দেবলীনা।

Sonali Chowdhury on her marriage

এর আগেও বেশ কয়েকবার রচনার শোয়ে প্রতিযোগী হিসেবে গিয়েছেন সোনালি। এমনকি স্বামী রজত ঘোষ দস্তিদারের সঙ্গেও গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবার অবশ্য একাই গিয়েছিলেন তিনি। আর সেখানেই বিয়ের পর সুখে না থাকার কথা জানান সোনালি।


উল্লেখ্য, ২০১৭ সালে রজতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সোনালির স্বামী পেশায় ফুটবলার। তাঁদের এক সন্তানও রয়েছে। কয়েকদিন আগে অবধি সোনালিকে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে বোধির মায়ের চরিত্রে দেখেছেন দর্শকরা। যদিও সেই ধারাবাহিক এখন শেষ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥