• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে বারে বারে জিতেছিলেন দর্শকদের মন, প্রয়াত শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী

সপ্তাহের প্রথম দিনেই বাংলা বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। শেষমেশ সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেমনটা জানা যাচ্ছে আজ ভোর চারটে পাঁচ নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। সোনালী চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিপাড়ায়।

এদিন সোনালী চক্রবর্তীর স্বামী তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty) সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করে শোকবার্তা দিয়েছেন। স্ত্রীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘ভরা থাক স্মৃতিসুধায়।’’ জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে কিডনি ফেলিওর হয়েই প্রয়াত হয়েছেন তিনি।

   

Shankar Chakraborty wife Sonali Chakraborty

বিগত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। এর আগেও বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়ে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল তাকে। তবে এরপর সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি। আবারও অভিনয়ের কাজ শুরু করেন। গাঁটছড়া সিরিয়ালে খড়ির জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে আবারো পেটে ফ্লুইড জমতে শুরু করে। তড়িঘড়ি আবারও হাসপাতালে ভর্তি করা হয়, তবে এবার আর বাড়ি ফেরা হল না।

Shankar Chakraborty shares death news of wife Sonali Chakraborty

অভিনেত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে এবাড়িতে আনা হয়েছে। জানা যাচ্ছে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে কেওড়াতলা মহাশ্মশানে। সকাল বেলায় এমন একটা খবর পেয়ে চমকে গিয়েছেন অনেকেই। স্বামী শঙ্কর চক্রবর্তীর পোস্ট দেখে সকলে অভিনেত্রীর আত্মার চিরশান্তি কামনা করছেন।

প্রসঙ্গত, সম্প্রতিকালে বাংলা সিরিয়ালে অভিনয় করলেও এর আগে বহু কাজ করেছেন তিনি। সিনেমার পর্দা থেকে সিরিয়ালে কাজ করেছেন তিনি। সিরিয়ালে পার্শ্ব চরিত্রে কাজ করলেও নিজের দক্ষ অভিনয়ে প্রতিবারই দর্শকদের মন নিতে জিয়েছিলেন তিনি। অভিনেত্রীর অগণিত ভক্তদের মত আত্মার চিরশান্তি কামনা করি আমরাও বংট্রেন্ডের তরফ থেকে।

site