বাংলা বিনোদন জগতের অত্যন্ত সুন্দরী একজন অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। দেখতে একেবারে ঠাকুরের মতো এই অভিনেত্রী দীর্ঘ অভিনয় জীবনে অভিনয় করেছেন একগুচ্ছ মেগা সিরিয়ালে (Bengali Mega Serial)। দীর্ঘদিনের অভিনয় জীবনে বিভিন্ন চরিত্রের মেগা সিরিয়ালে অভিনয় করে দর্শকমহলে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।
কিন্তু ছোট পর্দার দর্শকদের কাছে তাঁর অভিনীত দুর্গা চরিত্রটি আজও সমান জনপ্রিয়। দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৪ বছর পার করে ফেলেছেন সন্দীপ্তা। ২০০৮ সালে স্টার জলসার পর্দায় দুর্গা সেজেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। আর সেই প্রথম সিরিয়াল থেকেই তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।
তারপর থেকে টানা ১২ বছর সন্দীপ্তা অভিনয় করেছেন শুধুমাত্র মেগা সিরিয়ালে। যদিও এখন তার অভিনয়ের গণ্ডি শুধুমাত্র ছোটপর্দাতেই আটকে নেই। ইতিমধ্যেই সন্দীপ্তা অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ এবং সিনেমায়। সম্প্রতি নতুন বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের অভিনয় জীবনের নানা অভিজ্ঞতার ঝুলি নিয়ে আনন্দবাজার অনলাইনে সাথে খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী।
সেখানে এদিন অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল দীর্ঘ ১৪ বছরের অভিনয় জীবনে তিনি কি বুঝলেন? উত্তরের অভিনেত্রী জানান ‘এটাই বুঝলাম, ভালো করে কাজ করলে মানুষ ভালোবাসা দেবেন। আর যদি মন দিয়ে নিজের কাজটা না করি তাহলে মানুষ ছুঁড়ে ফেলে দেবেন’। সেইসাথে এদিন সন্দীপ্তা জানান তিনি যেই কাজই করেন সবসময় মন দিয়ে করার চেষ্টা করেন।
কিন্তু অভিনয়ে দক্ষতা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত বড়পর্দা থেকে সেভাবে ডাক পাননি সন্দীপ্তা। সেই নিয়ে আফসোস রয়েছে অভিনেত্রীর নিজের মনেও। এ বিষয়ে এদিন সাক্ষাৎকারের অভিনেত্রী বলেছেন ‘হ্যাঁ অবশ্যই খারাপ লাগে। খারাপ লাগে না বললে ভুল বলা হবে। আমার কাছে ভালো কাজ আসেনি। কিন্তু আশা করি পরিচালক, প্রযোজকরা আমায় ভাল কাজ দেবে। অপক্ষা করে আছি। ধৈর্য ধরে আছি। নিজেকে তৈরি করার চেষ্টা করছি’।
প্রসঙ্গত এখন আর সেভাবে ছোট পর্দায় দেখা যায় না সন্দীপ্তাকে। এদিনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ছোট পর্দা থেকেই বিরতি নেওয়ার সিদ্ধান্ত তিনি বেশ কিছুটা ভেবেচিন্তেই নিয়েছিলেন। কারণ সন্দীপ্তার কথায় টানা ১২ বছর মেগা সিরিয়াল করার পর তার মনে হয়েছিল ‘এবার নিজেকে সময় দেওয়া দরকার। একটু নিজেকে নিয়ে পরীক্ষা করা দরকার। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গেলে নিজেকেও চেনা যায় না। তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম’।