বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। দর্শকদের অনেকের কাছেই এখন তাঁর পরিচিতি ‘লাবণ্য’ (Labanya) নামে। স্টার জলসায় সম্প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে নায়ক সূর্যর মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি টলিপাড়ার এই নামী অভিনেত্রীই হেনস্থার শিকার হয়েছে। একজন বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর নোংরা প্রস্তাব পেয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মৃন্ময় নামের এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রূপাঞ্জনা। তিনি জানান, প্রথমে কাজের নাম করে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর নম্বর নেন। এরপরই সেই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে কুপ্রস্তাব দেন। সম্পূর্ণ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রূপাঞ্জনা। এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
রূপাঞ্জনার কথা অনুযায়ী, তিনি একা নন ইন্ডাস্ট্রির অন্দরের বেশ কয়েকজনকেই এই কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এটা কি তাহলে একটা চক্র? এই প্রশ্নের উত্তর জানতেই আনন্দবাজার অনলাইনের তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি।
‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্যর কথায়, ‘আমার কাজের ক্ষেত্রে যে নম্বর ব্যবহার করা হয় সেখানে এই কুপ্রস্তাব দেওয়া হয়। দালালবৃত্তি যে এখন কোন পর্যায়ে পৌঁছেছে তা ভাবা যায় না। আর এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। এর নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা সেটা জানা প্রয়োজন’।
কী প্রস্তাব দেওয়া হয়েছে দীপার শাশুড়িকে? আসলে মৃন্ময় নামের সংশ্লিষ্ট ব্যক্তি অভিনেত্রীকে কাজের বাহানা করে মেসেজ করেন। কিন্তু কাজটা কী? এই প্রশ্ন করায় সংশ্লিষ্ট ব্যক্তি তাঁকে একজন ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন। তখনই জানতে চান তাঁর পারিশ্রমিকের কথাও। সম্পূর্ণ বিষয়টিতে প্রচণ্ড অপমানিত বোধ করেন রূপাঞ্জনা। মৃন্ময় নামের সেই ব্যক্তির সঙ্গে সম্পূর্ণ কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি।
প্রসঙ্গত, রূপাঞ্জনা এমন একজন অভিনেত্রী যিনি মতপ্রকাশে বরাবরই অকুতোভয়। ইন্ডাস্ট্রির ভেতরকার ‘সুগার ড্যাডি’ প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘খারাপ লাগে যে এটা প্রলোভনের ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। ১৭-১৮ বছরের মেয়েরা এখানে আসছে কাজ করতে। আর ফাঁদে পড়ছে। তবে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই নয়, সব জায়গাতেই এটা ঘটছে। সম্পূর্ণ প্রজন্মের জন্য এটা ক্ষতি’।