• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহানায়িকা’ সুচিত্রা সেনের সাথে তুলনা! গর্বের সাথে যা বললেন ঋতুপর্ণা

Published on:

Tollywood actress Rituparna Sengupta is playing Datta which was played by Suchitra Sen

টলিউড (Tollywood) অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন। অভিনেত্রীর শেষ দুই ছবি ‘মায়াকুমারী’ এবং ‘আকরিক’ বক্স অফিসে সফল না হলেও সেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এবার নতুন ছবি নিয়ে আসছেন তিনি। ঋতুপর্ণার আসন্ন ছবির নাম ‘দত্তা’ (Datta)।

কিংবদন্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sharatchandra Chattopadhyay) এক কালজয়ী উপন্যাস হল ‘দত্তা’। অভিভাবহীন এক মেয়েকে কত সমস্যার সম্মুখীন হতে হয় সেটাই দেখিয়েছিলেন লেখক। বহু বছর আগে লেখা এই উপন্যাস আজকের দিনের ভীষণভাবে প্রাসঙ্গিক। এবার সেই বিজয়ার (Bijoya) কাহিনীই বড়পর্দায় নিয়ে আসছেন ঋতুপর্ণা।

Datta, Datta movie, Rituparna Senupta, Rituparna Sengupta Datta

এর আগেও দু’বার ‘দত্তা’ অবলম্বনে ছবি তৈরি হয়েছে। সেই দুই ছবিতে অভিনয় করেছিলেন সুনন্দা দেবী এবং ‘মহানায়িকা’ সুচিত্রা সেন (Suchitra Sen)। দুই কিংবদন্তির পর এবার ‘দত্তা’ নিয়ে আসছেন ঋতুপর্ণা। সুনন্দা দেবী এবং সুচিত্রা সেনের পর তাঁকে দেখা যাবে বিজয়া চরিত্রে।

এই প্রসঙ্গে ঋতুপর্ণাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সুনন্দাদেবীর ‘দত্তা’র সময় আমার জন্ম হয়নি। সুচিত্রা সেনের ‘দত্তা’র সময় আমার জন্ম হয়েছে, কিন্তু খুব ছোট ছিলাম তাই মনে নেই। তবে পরে দেখেছি। উনি হলেন মহানায়িকা, নমস্য ব্যক্তিত্ব। ওনার সঙ্গে আমার তুলনা হল ধৃষ্টতার। এই নিয়ে দ্বিতীয়বার আমি এমন চরিত্রে যার সঙ্গে সুচিত্রা সেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন’।

Datta, Datta movie, Rituparna Senupta, Rituparna Sengupta Datta, Rituparna Sengupta and Suchitra Sen

‘মহানায়িকা’র সঙ্গে তুলনা হওয়া নিয়ে ভয় করছে না? জবাবে ঋতুপর্ণা বলেন, ‘সুনন্দা দেবী, সুচিত্রা সেন তাঁদের সময়কার কিংবদন্তি অভিনেতী। ওনাদের সঙ্গে তুলনা হওয়াটা আমার জন্য খুব কঠিন। দর্শকরা সেটা করলে শিশুসুলভ আচরণ হবে। এমন অনেক ছবি রয়েছে যেগুলি বিভিন্ন সময়ে বানানো হয়েছে। যেমন- ‘পরিণীতা’, ‘দেবদাস’, ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’। আমার কাছে এটা খুব গর্বের যে আমি সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে পারছি’।


শুধু সুচিত্রা সেনের অভিনীত চরিত্র বলে নয়, এমনিতেও ‘দত্তা’র বিজয়া চরিত্রে অভিনয় করা চারটি খানি কথা নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চরিত্রে অভিনয় করা কতখানি চ্যালেঞ্জিং ছিল? ঋতুপর্ণা বলেন, ‘দর্শক মনে হয় একাত্মবোধ করতে পারবেন। কিছু বিষয়, চরিত্রের সঙ্গে বাঙালির নস্ট্যালজিয়া জড়িয়ে রয়েছে।

যেমন- ফেলুদা, ব্যোমকেশ অথবা কোনও উপন্যাসের চরিত্র মানুষ বারবার দেখতে চান। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের চরিত্রও কিন্তু দর্শক বারবার দেখতে চান। ফিল্ম, টিভি বা ওটিটি- মাধ্যম বদলালেও এগুলির চাহিদা থেকেই যায়’। প্রসঙ্গত, ঋতুপর্ণা অভিনীত ‘দত্তা’ আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥