• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজনীতির ময়দানে পা রাখছেন ‘মহানায়িকা’র নাতনিরা! সত্যিটা জানিয়ে মুখ খুললেন রাইমা নিজে

Published on:

Tollywood actress Raima Sen and Riya Sen might join politics soon

টলিউডের (Tollywood) দুই নামী অভিনেত্রী হলেন রিয়া সেন (Riya Sen) এবং রাইমা সেন (Raima Sen)। ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের মেয়ে হলেও নিজেদের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন দু’জনে। আদায় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিই নয়, বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ তাঁরা। এবার সেই রিয়া-রাইমাই নাকি রাজনীতির (Politics) ময়দানে পা রাখতে চলেছেন।

বিনোদন জগতে দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন ‘মহানায়িকা’র নাতনিরা। টলিউডের সিনিয়র অভিনেত্রী বলা যায় তাঁদের। তবে এখন অবশ্য কাজের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন রিয়া-রাইমা। চিত্রনাট্য পছন্দ না হলে প্রোজেক্টে ‘হ্যাঁ’ বলছেন না তাঁরা। যেহেতু খুব বেছে বেছে কাজ করছেন সেই জন্য পর্দাতেও খুব একটা দেখা যাচ্ছে না তাঁদের। অনুরাগীদের একটাই প্রশ্ন, ফের কবে পর্দায় দেখা যাবে তাঁদের?

Riya Sen and Raima Sen, Riya Sen and Raima Sen might join politics

‘লাইট ক্যামেরা অ্যাকশন’র দুনিয়া থেকে সরে দাঁড়ালেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ সক্রিয় থাকেন রিয়া এবং রাইমা। সেখানে তাঁদের নিত্য উপস্থিতি চোখে পড়ে। তবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, টলিউড-বলিউড কাঁপানোর পর অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন মুনমুন সেনের দুই মেয়ে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন রাইমা নিজে।

বিনোদন দুনিয়ার তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি একেবারেই নতুন নয়। অতীতেও বহুবার এই দৃশ্য দেখা গিয়েছে। টলিউডের একাধিক তারকা রাজনীতির সঙ্গে যুক্ত। সেই তালিকার নবতম সংযোজন কি রিয়া-রাইমা? কোনও রাখঢাক না করেই সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মুনমুন-কন্যা।

Riya Sen and Raima Sen, Riya Sen and Raima Sen might join politics

নামী রাজনীতিবিদ রাহুল গান্ধীর সঙ্গে রিয়া ক্যামেরাবন্দি হওয়ার পর একবার প্রশ্ন উঠেছিল তাহলে কি তিনি রাজনীতির আঙিনায় পা রাখছেন? কংগ্রেসে যোগ দিচ্ছেন ‘মহানায়িকা’র নাতনি। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলার সময় রাইমা বলেন, ‘এখনই না। আমি এখন নিজের অভিনয় কেরিয়ারের ওপরই ফোকাস করতে চাই’।

এরপরই ভবিষ্যতে রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ করে ‘বাইশে শ্রাবণ’ অভিনেত্রী বলেন, ‘তবে আগামী ৫ বছরের মধ্যে আমি রাজনীতির ময়দানে একবার নিজের ভাগ্য পরীক্ষা করাতে চাই’। ফলে ভবিষ্যতে রাইমাকে রাজনীতির ময়দানে দেখা গেলে অবাক হওয়ার যে কিছু থাকবে না তা স্পষ্ট। তবে কোন দলে যোগ দেবেন টলি সুন্দরী? তা অবশ্য খোলসা করেননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥