• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয় অভিনেত্রী হয়েও কেন ছাড়লেন সিনেমা? এতদিনে আসল সত্যিই জানালেন রচনা

Published on:

Tollywood actress Rachna Banerjee shares the reason why she left acting 

বাংলা সিনেমার (Bengali Cinema) অন্যতম এভারগ্রীন নায়িকা হলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। তবে বহুদিন হল এখন একপ্রকার পাকাপাকি ভাবেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন এক কালের এই সুপারহিট নায়িকা।  কিন্তু অনুরাগীরা আজও তাঁকে বড় পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।

এক সময়ে টলিউডের (Tollywoodd) পর্দা কাঁপানো এই অভিনেত্রী এখন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। বিগত বেশ কয়েক বছর ধরে জি বাংলার জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করেই তিনি এখন বাংলার ঘরে ঘরে দিদি নাম্বার ওয়ান হয়ে উঠেছেন।

Rachna Banerjees Journey on Didi No 1

নিজের দীর্ঘদিনের অভিনয় জীবনে রচনা উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সব সিনেমা। বাংলায় তো বটেই হিন্দি এবং সাউথের পাশাপাশি রচনা অভিনয় করেছেন বহু আঞ্চলিক ভাষার সিনেমাতেও। যার মধ্যে অন্যতম  ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি।কিন্তু রচনা যে আর বড় পর্দায় ফিরবেন না তা একপ্রকার নিশ্চিত।

June Aunty Ushasie Chakraborty's funny video at Didi no 1

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের সেট থেকেই অভিনেত্রী মুখোমুখি হয়েছিলেন ইউটিউব চ্যানেল সিটি সিনেমার। সেখানেই বড়পর্দায় অভিনয় ছাড়ার কারণ জানিয়ে রচনা এদিন বলেছেন এখন তাঁর কাছে সময়ের বড় অভাব। কারণ এখন দিদি নাম্বার ওয়ান এর ব্যস্ত সিডিউল এর মধ্যে তাঁর পক্ষে একটা সিনেমার পিছনে টানা ৩০-৩৫ দিন সময় দেওয়া একপ্রকার অসম্ভব।

Rachna Banerjee ask for tips to handle her son Raunak

তাছাড়া তিনি মনে করেন জীবনে সব কিছুর একটা সঠিক সময় থাকে। তাই এখন তিনি সিনেমায় অভিনয় করার জন্য নিজের ছেলের সাথে সময় কাটানো কিংবা নিজের শাড়ির ব্যবসা সামলানো অথবা নিজের শখের ঘুরে বেড়ানো কিংবা নিজেকে সময় দেওয়ার মতো ‘মি টাইম’ গুলোর সাথে কোনো রকম আপস করতে রাজি নন।

এ প্রসঙ্গে রচনা এদিন বলেছেন ‘সারাজীবন যদি ক্যামেরার পিছনে ছুটি তাহলে নিজেকে কখন সময় দেব ?’ এছাড়া অভিনেত্রী এদিন জানিয়েছেন তিনি সবসময় নিজেকে গুরুত্ব দিতে ভালোবাসেন। তাই এই সময় দাঁড়িয়ে তাঁর  কাছে আর সিনেমায় অভিনয় করার মত সময় নেই। তাই আপাতত সঞ্চালিকা হিসেবেই সকলের মুশকিলা আসানের পাশাপাশি নিজের জীবনটাকে চুটিয়ে  উপভোগ করতে চান বাংলা সিনেমার এককালের এই জনপ্রিয় অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥