বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত নামী অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। নিজের সময়কার প্রায় প্রত্যেক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এখন আবার জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর (Didi No. 1) সঞ্চালিকা হিসেবে হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মেয়ে। প্রত্যেকদিন বিকেলে তাঁর শো দেখা চাই-ই চাই সকলের।
টলিপাড়ার এই নামী অভিনেত্রীর বয়স ৪৮ বছর। কিন্তু তা সত্ত্বেও তাঁর রূপ, গ্ল্যামার (Rachana Banerjee beauty secret) দেখে তা বোঝার উপায় নেই। ৫০ হতে চললেও, তিনি যেন চিরযৌবনা। এভারগ্রিন রচনার রূপের ঝলকানিতে ঘায়েল বহু মানুষ। তিনি প্রমাণ করে দেখিয়েছেন বয়স সত্যিই একটা সংখ্যামাত্র। ৪৮ বছর বয়সেও তাঁর কাছে হার মানবে অষ্টাদশীরা।
অনেকেই ভাবেন এখনও কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন বাংলার ‘দিদি নম্বর ১’? আজকের প্রতিবেদনে সেই উত্তরই সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া হল। জানা গিয়েছে, শুধুমাত্র ঘরোয়া উপায়েই নিজের সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী। দামি দামি কসমেটিক্স ব্যবহার করা নয়, বরং ঘরোয়া টোটকাতেই বিশ্বাসী রচনা।
সকলেই হয়তো জানেন, শরীরকে প্রাণোচ্ছল এবং সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল পান করা উচিত। এতে ত্বকও ভালো থাকে। ‘দিদি নম্বর ১’ও কিন্তু এই মন্ত্র মেনে চলেন। আর সেই কারণে রোজ প্রচুর পরিমাণে জল পান করেন তিনি। এছাড়াও ঘরে তিনি রূপচর্চা করেন। অভিনেত্রীর ব্যাগে যেমন সবসময় সানস্ক্রিন থাকে। শোনা যায়, কেরিয়ারের শুরুতে রোদের মধ্যে শ্যুটিং করে রচনার ত্বকের বেশ ক্ষতি হয়েছিল। এরপর থেকেই সানস্ক্রিন হয়ে ওঠে তাঁর সবসময়ের সঙ্গী।
পাশাপাশি শুধুমাত্র ত্বক নয়, টলি সুন্দরী রচনার চুলও কিন্তু প্রচণ্ড সুন্দর। এখন যেখানে অনেকেই চুল উঠে যাওয়ার সমস্যায় ভোগেন, সেখানে অভিনেত্রীর ঘন-কালো চুল দেখলে ঈর্ষা হতে পারে যে কারোর। অভিনেত্রী জানিয়েছেন, চুলের খেয়াল রাখতে তাঁর একমাত্র ভরসা নারকেল তেল।
এর পাশাপাশি রচনা কিন্তু কড়া ডায়েটও মেনে চলেন। তাঁর খাদ্যতালিকায় জাঙ্ক ফুডের কোনও স্থান নেই। এছাড়াও নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী। জিমে না যেতে পারলেও বাড়িতে সঠিক সময়ে শরীরচর্চা করেন টলি সুন্দরী। সেই সঙ্গেই ত্বককে প্রাণোচ্ছল রাখতে টেনশন মুক্ত থাকার চেষ্টাও করেন তিনি। এই কয়েকটি ঘরোয়া এবং সহজ পদ্ধতি ব্যবহার করেই নিজের যৌবন ধরে রেখেছেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা।