বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) পোড় খাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। টলিপাড়ার এই নামী অভিনেত্রী নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন সংবাদ পাঠিকা হিসেবে। এরপর সিনেদুনিয়ায় পা রাখেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। যত সময় গিয়েছে ততই বেড়েছে অভিনেত্রীর সাফল্য, খ্যাতি, যশ।
কেরিয়ারে এত সফল হলেও সুদীপ্তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) খুব একটা সক্রিয় থাকেন না। অকারণে সমাজমাধ্যমে পোস্ট করেন না তিনি। তবে গত শুক্রবার তথা ৯ জুন নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন সুদীপ্তা। সেই ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা মিলেছে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)।
সুদীপ্তার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেশ চিন্তিত। তাঁর দুই গাল টিপে তাঁকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন বুম্বাদা। ছবি শেয়ার করে সুদীপ্তা জানান, ছবিটি তাঁর এবং অভিষেক সাহার আইনি বিয়ের দিন তোলা হয়েছিলেন। তবে বিয়ের জন্য কিছুটা চিন্তায় ছিলেন তিনি। বোনের সেই চিন্তা নজর এড়ায়নি টলি সুপারস্টারের।
গাল টিপে সুদীপ্তাকে বুঝিয়েছিলেন, মাথা গরম না করে দু’জনকে ভালো থাকতে হবে। পাশাপাশি বোনকে আশীর্বাদ করে অভিনেতা ভালো থাকার পরামর্শও দিয়ে বিবাহিত জীবন আনন্দে কাটানোর কথা বলেছিলেন প্রসেনজিয়। তবে তা সত্ত্বেও নাকি অভিনেত্রীর চিন্তা একটুও কমেনি।
প্রসেনজিতের সঙ্গে এই মিষ্টি ছবি শেয়ার করার সঙ্গেই সুদীপ্তা লিখেছিলেন, সেদিন তাঁর এবং অভিষেকের বিয়ের ৯ বছর হয়নি। বরং ছবিটি ফেসবুকে পোস্ট করার ৯ বছর হয়েছিল। সেই জন্য তাঁকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে বারণ করেছিলেন অভিনেত্রী। যদিও তা সত্ত্বেও সুদীপ্তার বহু অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
পাশপাশি প্রসেনজিৎ এবং সুদীপ্তার ভালোবাসায় মোড়া এই ছবি বেশ ভালোলেগেছে নেটিজেনদের। দাদা-বোনের মধ্যেকার এই মিষ্টি সম্পর্ক অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে। সুদীপ্তার পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের প্রতিক্রিয়া দেখলেই সেকথা বেশ ভালো বোঝা যাচ্ছে।