• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি দারুন আছি! নিন্দুকদের লাগাতার ট্রোলিংয়ে সপাট জবাব অভিনেত্রী নুসরত জাহানের 

Updated on:

নুসরত জাহান,Nusrat Jahan,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,Troll,জবাব,Reply,সোশ্যাল মিডিয়া,Social Media

সেলিব্রেটি হওয়া মহা জ্বালা! তারা যাই করেন না কেন সারাক্ষণ কয়েকজোড়া ক্যামেরা পিছু ধাওয়া করে তাদের। তাই এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে নেটিজেনদের ট্রোলের মুখে পড়া সেলিব্রেটিদের কাছে একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির এমনই একজন চর্চিত অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না টলিউড অভিনেত্রী (Tollywood Actress) নুসরত জাহানের। যার ফলে মাঝেমধ্যেই নানান ঘটনাকে কেন্দ্র করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত  গর্ভাবস্থা থেকে শুরু করে ছেলের জন্মের পর নানাভাবে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বসিরহাট কেন্দ্রের এই সুপার হট তারকা সংসদ।

নুসরত জাহান,Nusrat Jahan,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,Troll,জবাব,Reply,সোশ্যাল মিডিয়া,Social Media

একটা সময় ছিল যখন নুসরত জাহানের ব্যক্তিগত জীবন হয়ে উঠেছিল পেজ থ্রীর পাতার হট টপিক। প্রাক্তন স্বামী নিখিল জৈন-র সাথে সম্পর্কের অবনতি থেকে বর্তমান স্বামী যশ দাশগুপ্তের সাথে সম্পর্ক এবং তারপরেই নুসরতের মা হওয়ার খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায়। এমনকি ছোট্ট ঈশানের জন্মের পরেও তাঁকে নিয়ে কম চর্চা হয়নি।

Nusrat and Yash

তবে বরাবরই সমস্ত বিতর্ক সমালোচনা সবকিছুর উর্দ্ধে উঠে নিজের জীবনটাকে নিজের শর্তে বেঁচেছেন নুসরত। তবে এখন সময়ের সাথে সাথে পাল্টেছে অভিনেত্রীকে নিয়ে চর্চার বিষয়। আসলে মা হওয়ার পর থেকেই দিনে দিনে যেন বেড়েই চলেছে অভিনেত্রীর রূপের জেল্লা।আর তাই ইদানিং ব্যক্তিগত জীবনের তুলনায় নিজের সাজ পোশাক থেকে শুরু করে জিরো ফিগার নিয়ে মাঝে মধ্যেই নেটিজেনদের কটাক্ষের পড়েন অভিনেত্রী।

নুসরত জাহান,Nusrat Jahan,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,Troll,জবাব,Reply,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে যে যাই বলুক না কেন নুসরত মানেই বরাবরই স্রোতের বিপরীতে হেঁটে চলা প্রচন্ড আত্মবিশ্বাসী একজন মানুষ। তাই বরাবরই নিন্দুদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে নিজের শর্তেই জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন অভিনেত্রী। এদিন নিজের ইনস্টাগ্রাম থেকে একটিরীল ভিডিও শেয়ার করে নিয়ে সেই বার্তাই দিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)


এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটি রীল ভিডিও শেয়ার করেছিলেন নুসরত। সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্ক্রিনের উপরে ভেসে উঠছে একটি লেখা। যার বাংলা করলে দাঁড়ায় এই যে  ‘ আমি যাই বলি আর যাই করি না কেন সবকিছুর জন‍্য ট্রোলড হই’। এরপরেই অপর একটি লেখাতে অভিনেত্রী বলেছেন ‘উঁকিঝুঁকি মারতে থাকুন, আমি দারুন আছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥