টলিউড (Tollywood) অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতেই থাকে। কোনও না কোনও কারণে ঠিক আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। কখনও কর্মজীবন, কখনও আবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবন গসিপের টপিক হয়ে ওঠে। রবিবার যেমন সন্তান-সম পোষ্য হ্যাপির মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছিলেন নুসরত। তা নিয়ে বিস্তর চর্চা-আলোচনা হয়েছিল।
হ্যাপি আসলে যশ দাশগুপ্তের পোষ্য। তবে যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নুসরতেরও খুব কাছের হয়ে উঠেছিল সে। সুখ-দুঃখ সব সময়ে তারকাজুটির সঙ্গী ছিল হ্যাপি। তাই তাঁকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিল ‘যশরত’। সোশ্যাল মিডিয়ায় টলি ডিভার পোস্ট দেখে চোখ ভিজেছিল নেটিজেনদেরও। মিমি চক্রবর্তী, ইমন চক্রবর্তীর মতো একাধিক তারকা দুঃখপ্রকাশও করেছিলেন।
তবে একদিনের মধ্যেই পাল্টে গেল সম্পূর্ণ পরিস্থিতি। সোমবার ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন নুসরত। তা দেখেই কটাক্ষের (Trolled) ঝড় ওঠে নেটপাড়ায়। একদিন আগে যে নেটিজেনরা নুসরতকে সমবেদনে জানাচ্ছিলেন, তাঁরাই এবার অভিনেত্রীকে দেখে কটাক্ষ করতে থাকেন।
নুসরতের শেয়ার করা ভিডিওয় গোলাপি রঙের ক্রপ টপ এবং শর্টসে দেখা গিয়েছিল তাঁকে। কোনও একটি উদ্যানের ভেতরের সিঁড়ি থেকে নামতে দেখা যায় নায়িকাকে। সামনে ছিল কৃত্রিম ঝরনা এবং সেখানে ঘুরে বেড়াচ্ছিল কিছু সাদা হাঁস। প্রকৃতির কোলে নুসরতকে প্রত্যেকটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করতে দেখা গিয়েছিল সেই ভিডিওয়। অভিনেত্রীর এই হাসিখুশি ভিডিও দেখেই চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা।
একজন নেটিজেন লিখেছেন, ‘যত্তসব নাটক, একদিনের মধ্যেই সারমেয় হারানোর সব দুঃখ গায়েব’। এছাড়া কেউ নুসরতের পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন, কেউ আবার নায়িকাকে ‘অপুষ্টির শিকার’ বলে আক্রমণ করেছেন। নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে ‘রানু মণ্ডল লাইট’ বলেও কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়ায় এত কটাক্ষ শুনলেও নুসরত কোনও পাল্টা জবাব দেননি। বরং অভিনেত্রী সেই ভিডিও সমাজমাধ্যম থেকে মুছে দেন।
View this post on Instagram
প্রসঙ্গত, নুসরতের যে ভিডিও ঘিরে এত বিতর্ক হচ্ছে সেটি আদৌ সোমবারের ছিল নাকি আগের তা নিয়ে ধন্দ আছে। কারণ মাস দুয়েক আগে একই গোলাপি শর্টস এবং ক্রপ টপে ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাই হতেই পারে, এই ভিডিওটিও তখনকার।