• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোরদের আবার স্বাধীনতা দিবস! তেরঙায় সেজে ভিডিও পোস্ট করে ট্রোলড ‘মহানায়িকা’ নুসরত

Published on:

Tollywood actress Nusrat Jahan trolled for her Independence Day post

টলি সুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan) কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠেই আসেন। সপ্তাহের সাত দিনই তাঁকে নিয়ে চর্চা চলতে থাকে। কখনও কর্মজীবনের কারণে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করে বিপাকে পড়েন তিনি। সম্প্রতি যেমন স্বাধীনতা দিবসের (Independence Day) শুভেচ্ছা জানিয়ে ‘চোর’ (Thief) কটাক্ষ  শুনতে হয়েছে তাঁকে।

৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিনোদন দুনিয়ার বাকি তারকাদের মতো নুসরতও শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সাদা চুড়িদার, তেরঙা ওড়না, হাতে গেরুয়া-সাদা-সবুজ চুড়ি- ১৫ আগস্টের দিনে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও নেটিজেনদের একাংশের তরফ থেকে কটাক্ষ (Trolled) শুনতে হয় সাংসদ-অভিনেত্রীকে।

Nusrat Jahan, Nusrat Jahan Independence Day, Nusrat Jahan trolled

আসলে কয়েকদিন আগেই ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে নুসরতের। সাধারণ মানুষের টাকা মেরে বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে টলি নায়িকার বিরুদ্ধে। আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছে। কিন্তু স্রেফ একটা সাংবাদিক বৈঠক করে দায় মিটিয়েছেন টলি নায়িকা। এরপর থেকে এই বিষয়ে আর একটি বাক্য ব্যয় করেননি তিনি।

Nusrat Jahan, Nusrat Jahan Independence Day, Nusrat Jahan trolled

এদিকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিন্তু বেশ অ্যাক্টিভ আছেন নুসরত। স্বাধীনতা দিবসের দিনও বিশেষ পোস্ট করেন অভিনেত্রী। আর তা দেখেই নেটিজেনদের একাংশ তাঁকে ‘চোর’ বলে আক্রমণ করেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘চোরদের আবার স্বাধীনতা দিবস! আরও চুরি করার জন্য’।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)


প্রসঙ্গত, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করার অভিযোগ তুলেছেন নুসরত। সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি স্বীকার করেছিলেন, তিনি সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর ছিলেন। এমনকি সেই সংস্থার থেকে টাকা নেওয়ার কথাও মেনে নিয়েছিলেন তিনি। কিন্তু অভিনেত্রীর কথায়, তিনি সেই অর্থ ঋণ হিসেবে নিয়েছিলেন। সুদসমেত তা ফেরতও দিয়ে দিয়েছিলেন। অভিনেত্রীর কথায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেলেও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত প্রেম কনফারেন্স শুরু হওয়ার মিনিট সাতেকের মাথায় রাগ করে বেরিয়ে যান নুসরত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥