• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মহানায়িকা’ হয়েও অহংকারহীন! সুন্দরী নুসরতের রাস্তায় আলুকাবলি খাওয়া দেখে প্রশংসা নেটিজেনদের

Published on:

Nusrat Jahan eating Fast food from street video

টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন নুসরাত জাহান (Nusrat Jahan)। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন শুরু করে অভিনয় জীবন সবটাই বরাবরই পেজথ্রীর পাতার অন্যতম হট টপিক। তিনি কি করছেন, কি পরছেন কিংবা কোথায় যাচ্ছেন তা জানার জন্য অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

প্রায় সর্বক্ষণ তাঁর দিকে নজর রাখে কয়েকজোড়া ক্যামেরা। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং তো তাঁর নিত্যদিনের সঙ্গী। ইতিপূর্বে প্রাক্তন স্বামী নিখিল জৈন থেকে শুরু করে বর্তমান স্বামী যশ দাশগুপ্তের সাথে সম্পর্ক কিংবা বিয়ের পর ছেলে ঈশানের জন্ম সবটা নিয়েই একেবারে সরগরম ছিল গোটা বাংলা বিনোদন জগৎ।

Tollywood,টলিউড,Nusrat Jahan,নুসরাত জাহান,Viral Video,ভাইরাল ভিডিও,Alukabli,আলুকাবলি,Tamarind Chutney,তেঁতুলের আচার,Reel Video,রীল ভিডিও,Netizen,নেটিজেন,Praise,প্রশংসা

তবে এখন বেশ থিতু হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। বর্তমান স্বামী তথা টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত এবং ছেলে ঈশানকে নিয়ে সুখী গৃহকোণ অভিনেত্রীর। সেই সাথে ব্যস্ত রয়েছেন নিজের পেশাদার জীবনেও। প্রসঙ্গত নুসরতকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন সম্প্রতি তার এক আচরণ মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।

Nusrat Jahan Yash Dasgupta

বাংলা সিনেমা জগতের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও সম্প্রতি রাস্তায় দাঁড়িয়ে আলু কাবলি এবং তেতুলের আচার খাওয়ার ভিডিও শেয়ার করে ছোটবেলার পুরনো নস্টালজিয়ায় ডুব দিয়েছিলেন অভিনেত্রী।

Tollywood,টলিউড,Nusrat Jahan,নুসরাত জাহান,Viral Video,ভাইরাল ভিডিও,Alukabli,আলুকাবলি,Tamarind Chutney,তেঁতুলের আচার,Reel Video,রীল ভিডিও,Netizen,নেটিজেন,Praise,প্রশংসা

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখছিলেন ‘শৈশবের স্মৃতির সরণিতে ফিরে গেলাম। গ্রীষ্মের দুপুর। আলুকাবলি। তেঁতুলের আচার। আর দাদুর স্নেহের পরশ। এর থেকে জীবনে আর কী-ই বা ভাল হতে পারে। সাদামাটা জিনিসই জীবনে সবথেকে বেশি আনন্দ দেয়। হাসতে শেখায়।’

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)


সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। আর ভিডিও  দেখে সকলেই এক বাক্যে প্রশংসা করেছেন অভিনেত্রীর। সকলেই বলছেন এত বড় সেলিব্রেটি হয়েও কোন অহংকার নেই নুসরতের। আর এইভাবেই অনুরাগীদের কাছে আরও একবার মাটির মানুষ হয়ে উঠেছেন নুসরাত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥