• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মনামীর মুকুটে নতুন পালক! বাংলা ছাড়িয়ে এবার মুম্বাই পাড়ি দিলেন নায়িকা

Updated on:

Monami Ghosh Hindi Advertisement

টলিউডের (Tollwwod) প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের তালিকায় প্রথমেই রয়েছেন মনামী ঘোষ (Monami Ghosh)। বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই হলেও এই বয়সেও মনামীর মারকাটারি ফিগারে ঘায়েল বাংলার অগণিত যুবক।  তিনি সোশ্যাল মিডিয়ায় কোন ছবি আপলোড করলেইহয় তা ভাইরাল হতে সময় লাগে না এক মুহূর্তও।

প্রসঙ্গত জীবনের প্রায় ৩৮ টা বসন্ত পেরিয়ে আজও কিন্তু বয়স তাঁকে ছুঁতে পর্যন্ত পারেনি। বয়স তার কাছে একটি সংখ্যা মাত্র। তাই অনুরাগীদের কাছে মনামী কিন্তু আজও সুইট সিক্সটিন। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তার অগণিত ফ্যান ফলোয়িং।

টলিউড,Tollwwod,মনামী ঘোষ,Monami Ghosh,বলিউড,Bollywood,বিজ্ঞাপন,Advertisement

তবে প্রশংসার পাশাপাশি মনামীর ছবি কিংবা স্টাইল স্টেটমেন্ট দেখে কিন্তু মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। তবে এবার অভিনেত্রীর মুকুটে জুড়তে চলেছে এক  নতুন পালক।  জানা যাচ্ছে বাংলা ছাড়িয়ে এবার তিনি পাড়ি দিচ্ছেন আরব সাগরের পাড়ে মুম্বাইয়ে।

জানা যায় ইতিপূর্বে হিন্দি সিনেমার অফার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন মনামী। তবে এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে অভিনেত্রী পা রাখতে চলেছেন জাতীয় স্তরে। সম্প্রতি নাকি মুম্বাইয়ের একটি বিজ্ঞাপনের শুটিং সেরেছেন তিনি। তাই অনুরাগীরা মনে করছেন এইভাবেই ধীরে খিরে মুম্বাইতেও নিজের জায়গা পাকা করবেন অভিনেত্রী।

Monami Ghosh in Bikini Photo goes viral on internet

প্রসঙ্গত ইতিপূর্বে মনামী শেষ বার বড় পর্দায় অভিনয় করেছেন ‘বেলাশেষে’ সিনেমাতে। সেই থেকেই তিনি অনুরাগীদের কাছে তিনি ‘টাপা টিনি গার্ল’ নামে অধিক জনপ্রিয়। এছাড়াও কিছুদিন আগেই তাঁকে স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’এর মঞ্চে বিচারক হিসেবেও দেখা গিয়েছে।

Monami Ghosh in Belashuru Tapa Tini Song

একসময় চুটিয়ে অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়ালে। তালিকায় রয়েছে ‘এক আকাশের নীচে’,’একদিন প্রতিদিন’ কিংবা ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’র মতো একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল। তবে মনামীকে  শেষবার দেখা গিয়েছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপ কথা’তে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥