• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৪ বছর গোপনে প্রেম, অবশেষে বিয়ের আগে হবু বরের ছবি প্রকাশ্যে আনলেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী

Published on:

Tollywood actress Misty Dey shares photo with her would be husband

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘আলতা ফড়িং’ (Aalta Phoring) ধারাবাহিকে বড় জা অমৃতার (Amrita) চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মিষ্টি সিং (Misty Singh)। বাংলার অধিকাংশ দর্শকের কাছে এখন তাঁর পরিচিতি ‘অমৃতা’ নামেই। যদিও ‘আলতা ফড়িং’ তাঁর প্রথম ধারাবাহিক ছিল না। এর আগেও একাধিক সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। সামনেই সেই মিষ্টির বিয়ে (Wedding)।

আগেই জানা গিয়েছিল, আগামী ১৮ মে গাঁটছড়া বাঁধতে চলেছেন পর্দার অমৃতা। আপাতত নিজের বিয়ের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে অভিনেত্রীর বিয়ের আসর। গত ১৪ বছর ধরে হবু স্বামীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মিষ্টি। তাঁর প্রেমের কথা মোটামুটি সকলে জানলেও, তাঁর প্রেমিকের পরিচয় এতদিন অজানাই ছিল। অবশেষে ‘গোপন প্রেমিক’কে সামনে আনলেন তিনি।

Misty Singh, Misty Singh wedding, Misty Singh husband

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হবু স্বামীর (Would be husband) সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেন ‘আলতা ফড়িং’ অভিনেত্রী। তাঁর হবু স্বামীর নাম রেমো দাস (Remo Das)। ছোটবেলার বন্ধু তাঁরা। গত ১৪ বছর ধরে সম্পর্কে রয়েছেন দু’জনে। আগামী ১৮ মে প্রায় দেড় দশক পুরনো তাঁদের প্রেম পূর্ণতা পেতে চলেছে।

গত ১৪ বছর ধরে রেমোর সঙ্গে সম্পর্কে রয়েছেন মিষ্টি। তবে এতদিন অবধি প্রেমিকের পরিচয় গোপনই রেখেছিলেন তিনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে মিষ্টি-রেমোকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেলেও, তাঁরা যে সম্পর্কে রয়েছে তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি। অবশেষে বিয়ের আগে মিষ্টি নিজেই সবটা জানিয়ে দিলেন।

Misty Singh, Misty Singh wedding, Misty Singh husband

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের হবু বরের বাদামি রঙের চোখের ছবি শেয়ার করেন মিষ্টি। এরপর রেমোর সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন অভিনেত্রী নিজে। তিনি জানান, হবু স্বামীর এই বাদামি চোখ দেখেই তিনি প্রথম প্রেমে পড়েছিলেন।

মিষ্টির হবু স্বামী রেমো টলিউডের বেশ পরিচিত মুখ। টলিপাড়ার এবং টেলি ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে অতীতে দেখা গিয়েছে তাঁকে। পর্দার অমৃতার হবু স্বামীর রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেই একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। আগামী ১৮ মে গাঁটছড়া বাঁধবেন মিষ্টি এবং রেমো। এরপর ধুমধাম করে আয়োজিত হবে রিসেপশন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥