টলি সুন্দরী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) প্রেমে পাগল বহু পুরুষ। মিমি বলতে অজ্ঞান এমন অনেক অনুরাগীই রয়েছে। তাঁর তুখোড় অভিনয় এবং গ্ল্যামারাস লুকস মন জয় করে নিয়েছে অনেকের। শীঘ্রই টলিউডের (Tollywood) পাশাপাশি বলিউডেও (Bollywood) ডেবিউ করতে চলেছেন এই বঙ্গ তনয়া। তবে কেরিয়ারে এত সফল হলেও, অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে কিন্তু এখনও কেউ প্রবেশ করতে পারেনি।
এই মুহূর্তে টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মিমি। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও অভিনেত্রী কিন্তু এখন পুরোদস্তুর সিঙ্গেল। তাঁর জীবনে কখনও প্রেম আসেনি এমনটা কিন্তু নয়। শোনা যায়, অভিনেত্রীর জীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে কোনও সম্পর্কই টেকেনি। মিমির সতীর্থ শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহানরা মা হয়ে গিয়েছেন, কিন্তু তিনি এখনও সিঙ্গেল লাইফ এনজয় করছেন। অভিনেত্রীর কী প্রতিক্রিয়া এই বিষয়ে?
সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) একটি ভিডিও (Video) শেয়ার করে নিজের মনের কথা জাহির করেছেন মিমি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁয় বসে মন দিয়ে আইসক্রিম, পেস্ট্রি খাচ্ছেন তিনি। তবে সেই ভিডিওর থেকে বেশি নজর কেড়েছে ব্যাকগ্রাউন্ডের কথা।
মিমির ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এখনও আমার ছেলেমানুষি গেল না। আর এদিকে আমার বন্ধুদের বাচ্চা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি না দুনিয়া তাড়াতাড়ি চলছে নাকি আমি আস্তে আস্তে চলছি’।
প্রসঙ্গত, মঙ্গলবারই দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন মিমির একসময়কার প্রাক্তন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং তাঁর স্ত্রী তথা টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মিমি এবং রাজকে একসময় টলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে গণ্য করা হতো। অনেকেই ভেবেছিলেন, ছাদনাতলা অবধি গড়াবে তাঁদের সম্পর্ক। তবে অজানা কারণে বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা। এরপরেই শুভশ্রীর হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করেন পরিচালক।
View this post on Instagram
রাজ সুখে সংসার করলেও শোনা যায় মিমির জীবনে এখনও কেউ আসেনি। অভিনেত্রী আপাতত নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত। কেরিয়ারের এই পর্যায়ে এসে খুব বেছে বেছে ছবি করছেন তিনি। তবে তাই বলে বিয়েতে কিন্তু কোনও সমস্যা নেই তাঁর। অভিনেত্রীও নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চান। শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছেন বলে জানান টলি সুন্দরী।