• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিৎ, করিনা কাপুরের সাথে সিনেমা করেও যোগ্য সম্মান পাননি! টলিউড থেকে হারিয়েই গেলেন মেঘনা

বিনোদন জগতে তারকাদের ওঠা পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা। এই কেউ জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন তো কেউবা ধপ করে তলায়। কেউ কেউ নিজের ধকে বেশ কয়েক দশক টিকে থাকলেও, কেউ কেউ প্রতিভা থাকা সত্ত্বেও একেবারেই হারিয়ে যায়। এমনই এক অভিনেত্রী মেঘনা হালদার (Meghna Halder)। একসময় টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের একজন ছিলেন তিনি।

একাধিক বাংলা টেলিভিশন শো, সিরিয়ালে, সিনেমায় অভিনয় করেছেন মেঘনা। এমনকি দুটি বলিউড ছবিতেও তিনি অভিনয় করেছেন। তার মধ্যে একটি ছবিতে মেঘনাই ছিলেন নায়িকা। যথেষ্ট সাহদী দৃশ্যেও তিনি সাবলীল ছিলেন, তবু ইন্ডাস্ট্রিতে তিনি পাননি কোনোও সম্মান।

   

মেঘনা হালদার,জিৎ,সাথীহারা,টলিউড,Meghna Halder,jeet,tollywood,Sathi hara

মণি রত্নম (Mani Ratnam) নির্মিত ‘যুবা’ ছবিতে করিনা কাপুর খানের সঙ্গে অভিনয় করেছিলেন মেঘনা। কিন্তু তবুও ধীরে ধীরে তিনি দূরেই চলে গেলেন বিনোদন জগত থেকে৷ টলিউড সুপারস্টার জিতের নায়িকার চরিত্রেও তিনি অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল জিৎ (Jeet) ও স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) অভিনীত ফিল্ম ‘সাথীহারা’।

মেঘনা হালদার,জিৎ,সাথীহারা,টলিউড,Meghna Halder,jeet,tollywood,Sathi hara

এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে ‘স্বপ্ন’ ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। বাংলা দুরদর্শনের পরিচিত মুখ ছিলেন মেঘনা। শোনা যায়, অভিনয়ের পাশাপাশি তিনি একটি প্রযোজনা সংস্থাও খুলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার জেরে বেজায় ক্ষতির মুখে পড়তে হয় তাকে সেই কারণেই ধীরে ধীরে বিনোদন জগত থেকে দূরে যেতে শুরু করেন তিনি৷

মেঘনা হালদার,জিৎ,সাথীহারা,টলিউড,Meghna Halder,jeet,tollywood,Sathi hara

নিজের কেরিয়ার জীবনে চেষ্টা ছাড়েননি মেঘনা, তবে ভাগ্য কোনোওদিনই সেভাবে সাথ দেয়নি তাকে। দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাকে। সম্প্রতি ‘অবলম্বন’ নামে একটি ছবিতে লিলি চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জিদের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি।