• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই বিধবা! বিনোদিনীর সাজে ছবি দেখেই ট্রোল, বেজায় চটলেন মধুমিতা

Published on:

Tollywood actress Madhumita Sarcar opens up about social media trolling

বিনোদন জগতে নায়ক নায়িকাদের কাছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি দিয়ে ট্রোলিংয়ের (Trolling) মুখে পড়া এখন তারকাদের কাছে এক প্রকার জল ভাতে পরিণত হয়েছে। পান থেকে চুল খষলেই সকলেই যেন এক প্রকার ওত পেতে থাকে নিন্দা করার জন্য। সম্প্রতি তেমনি সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিন্দার মুখে পড়েছিলেন জনপ্রিয় টলিউড (Tollywood) অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)।

প্রসঙ্গত ছোটপর্দার দর্শকদের কাছে পাখি নামেই পরিচিত মধুমিতা। এখন বর্তমানে সিনেমা এবং ওয়েব সিরিজ উভয় ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করে চলেছেন মধুমিতা। সম্প্রতি তিনি সাদা শাড়ি পরে গলায় তুলসীর মালা আর তাবিজ পরে একেবারে অন্য লুকে ধরা দিয়েছিলেন। মধুমিতা সেই ছবি দেখে রীতিমত শোরগোল পড়ে যায়  সোশ্যাল মিডিয়ায়।

টলিউড,Tollywood,মধুমিতা সরকার,Madhumita Sarcar,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং,Trolling,প্রতিক্রিয়া,Reaction,বিনোদিনী,Binodini,বিধবা,Widow

সবাই বলতে শুরু করেন হঠাৎ কি হলো অভিনেত্রী? কেউ আবার প্রশ্ন করেছেন ‘মধুমিতা দিদি বিয়ের আগেই বিধবা হয়ে গেল?’ তবে শুধু নিন্দা নয়, এদিন অভিনেত্রীর এই লুক দেখে প্রশংসাও করেছিলেন অনেকে। তাই প্রশংসা করে কেউ আবার লিখেছেন ‘এত্ত সুন্দর আর স্নিগ্ধ কেন লাগছে তোমায়’। তো কেউ মধুমিতাকে ‘পারফেক্ট বিনোদিনী’ বলেছেন আবার কেউ বলেছেন তাঁকে চোখের বালিতে বালি হলে দারুন মানাবে।

তবে এদিন হিন্দুস্তান টাইমস বাংলায় মধুমিতা জানিয়েছেন ইটা শুধুমাত্র কনসেপ্ট ফটোশ্যুট। তাই কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজের শ্যুটিংয়ের দৃশ্য বলে ভাবার কোনো কারণ নেই। এছাড়া এদিনের ট্রোলিং প্রসঙ্গে মধুমিতার সপাট জবাব‘আমি এসব নিয়ে মাথাই ঘামাই না। যাঁরা ট্রোল করছেন তাঁরাই ভাবুক। আমি জানি, আমার লক্ষ্য কী, আমি কাদের অনুসরণ করে এগিয়ে যেতে চাই।’

টলিউড,Tollywood,মধুমিতা সরকার,Madhumita Sarcar,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং,Trolling,প্রতিক্রিয়া,Reaction,বিনোদিনী,Binodini,বিধবা,Widow

প্রসঙ্গত এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রী মধুমিতা। টলিউডে বছর ভর ঠাসা কাজ তো আছেই, মুম্বাইতে কাজ করার কথা চলছে অভিনেত্রীর। এপ্রসঙ্গে মধুমিতা জানিয়েছেন, ‘বিভিন্ন ভাষার প্রজেক্টর জন্য ডাক পাচ্ছি। শুধু হিন্দি নয়, দক্ষিণ থেকেও ডাক আসছে। তবে কোনওটাই এখনও চূড়ান্ত হয়নি’।

টলিউড,Tollywood,মধুমিতা সরকার,Madhumita Sarcar,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোলিং,Trolling,প্রতিক্রিয়া,Reaction,বিনোদিনী,Binodini,বিধবা,Widow

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘একটা হিন্দি ছবিরও কথা বলছে, তবে ফাইনাল কিছুই হয়নি। চূড়ান্ত হলে তবেই জানাতে চাই। আর এই কাজের জন্যই অনেক সময় কনসেপ্ট ফটোশ্যুট করতে হচ্ছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥