এই মুহূর্তে যদি টলিউডের ব্যস্ততম অভিনেত্রীর (Tollywood actress) নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে তা অবশ্যই হবে মধুমিতা সরকার (Madhumita Sarcar)। একের পর এক ছবি, ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যাচ্ছে তাঁকে। টেলিভিশনের হাত ধরে কেরিয়ার শুরু করার পর এখন টলিউডে জাঁকিয়ে বসেছেন ছোট পর্দার ‘পাখি’।
কিছু সময় আগেই যেমন মুক্তি পেয়েছেন মধুমিতা অভিনীত ‘কুলের আচার’। সেখানে তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) বিপরীতে। ছবিতে নজর কেড়েছিল তাঁদের রসায়ন। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে কানাঘুষো এও শোনা যাচ্ছে যে প্রেম করছেন দু’জনে।
যদিও বিক্রম কিংবা মধুমিতা কেউই এই বিষয়ে নিজেদের মুখ খোলেনি। তবে সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি সুখবর দিতেই তাঁকে শুভেচ্ছা জানান বিক্রম, আর তা ফের নজর কেড়েছে নেটিজেনদের।
মধুমিতা আসলে সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন। বিএমডব্লিউ এম ৩ কিনেছেন অভিনেত্রী। সেই ভিডিওটিই শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় ছোটপর্দার ‘পাখি’র হাসি মুখই বলে দিচ্ছে তিনি ঠিক কতখানি খুশি। টলি সুন্দরীর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যাজুয়াল পোশাক পরেই গাড়ি কিনতে গিয়েছিলেন তিনি। অভিনেত্রীর গাড়িটির রঙ গাঢ় নীল।
প্রথমে শোরুমে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এরপর শ্যাম্পেনের বোতল খুলে উদযাপনও করা হয়। ভিডিওয় এরপর দেখা যায়, গাড়িটি কেনার পর সেটি নিয়ে সোজা পুজো দিতে চলে গিয়েছেন মধুমিতা। নিজের হাতেই আবার নারকেলও ফাটান তিনি। পেট্রোল চালিত এই বিলাসবহুল গাড়িটির দাম প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা। তবে গাড়িটি রেজিস্টার করা হয়েছে কিন্তু মধুমিতা চক্রবর্তীর নামে।
View this post on Instagram
মধুমিতা গাড়ি কেনার ভিডিওটির ক্যাপশনে শুধুমাত্র কয়েকটি হৃদয়ের ইমোজি দিয়েছেন। কমেন্ট করে তাই অনেকের গাড়ির মডেলের নাম জানতে চেয়েছেন। তবে এসবের মাঝে নজর কেড়েছে বিক্রমের কমেন্ট। অভিনেতা লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই। খুব সুন্দর দেখতে’। তাঁকে আবার প্রত্যুত্তরে ভালোবাসা পাঠিয়েছেন মধুমিতা।