এই মুহূর্তে টলিউডের (Tollywood) নম্বর ওয়ান নায়িকা কে তা যদি জিজ্ঞেস করা হয় তাহলে অনেকেই নাম নেবেন কোয়েল মল্লিকের (Koel Mallick)। সুপারস্টার রঞ্জিত মল্লিকের মেয়ে হলেও নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন কোয়েল। তিনি এমন একজন অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলার পরেও কোনও বিতর্কে জড়াননি, কলঙ্কিত হয়নি তাঁর নাম।
জিতের সঙ্গে ‘নাটের গুরু’ ছবির হাত ধরে টলিউডে পা রেখেছিলেন কোয়েল। প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। যত সময় গিয়েছে ততই বেড়েছে রঞ্জিত-কন্যার জনপ্রিয়তা। এমনকি তাঁর কথা বলিউড (Bollywood) অবধিও পৌঁছে গিয়েছিল।
কোয়েল যদি চাইতেন আজ তিনি বলিউডের নামী নায়িকা হতে পারতেন। কঙ্গনা রানাউত অভিনীত সুপারহিট ‘গ্যাংস্টার’ (Gangster) ছবির অফার প্রথমে টলি সুন্দরীই পেয়েছিলেন। তবে কোটি টাকার সেই অফার ফিরিয়ে দেন তিনি। বলিউড থেকে এত বড় অফার পেলেও কেন কোয়েল তা গ্রহণ করেননি জানেন?
কঙ্গনা রানাউত অভিনীত এই সিনেমায় বেশ কিছু চুম্বন দৃশ্য এবং ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সকলেই জানেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন দৃশ্যে অভিনয় করা নিয়ে কোয়েলের বরাবর আপত্তি ছিল। বলিউডের ক্ষেত্রেও এই নিয়মের অন্যথা হয়নি।
কোটি টাকার লোভে সেই নিয়ম না ভেঙে কোয়েল সরাসরি ‘গ্যাংস্টার’এর অফার ফিরিয়ে দেন। এরপর সেই ছবির অফার যায় কঙ্গনার কাছে। দু’হাতে সেই প্রস্তাব লুফে নেন তিনি। কোয়েলের রিজেক্ট করা ছবি করেই ভাগ্য খুলে যায় ‘কুইন’ কঙ্গনার।
‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করেই ফিল্মফেয়ার সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। অপরদিকে বলিউডের অফার রিজেক্ট করলেও টলিউডে একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন কোয়েল। ইন্ডাস্ট্রিতে ২০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলার পর এখন প্রচণ্ড বেছে বেছে কাজ করেন রঞ্জিত-কন্যা।