বিনোদনভিডিওসিনেমা

হিন্দু হয়ে মন্দিরে এই পোশাক! মোক্ষম জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন কোয়েল

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই টলি কুইনকে আজ পর্যন্ত অহংকার শব্দটা ছুঁতে পর্যন্ত পারেনি। সারাক্ষণ তাঁর ঠোঁটের কোণায় যেন লেগেই রয়েছে হাসি।

স্টারকিড হয়েও সদাহাস্য এই অভিনেত্রী কিন্তু সিনেমা জগতে পরিচয় তৈরী করেছেন সম্পূর্ণ নিজের অভিনয় গুণে। তাই শুরু থেকেই  কোয়েলের অভিনয় এবং স্বভাব বরাবরই  মুগ্ধ করে তাঁর  অনুরাগীদের।একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের পারিবারিক মূল্যবোধও প্রবল।  টলিউডের ব্যস্ততম অভিনেত্রী হয়েও কোয়েল কিন্তু নিজের পোশাক নিয়েও বেশ সচেতন।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,অভিনেত্রী,Actress,কোয়েল মল্লিক,Koel Mallick,পোশাক,Dress,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media,জবাব,Reply

বেশিরভাগ সময়েই মার্জিতপোশাকেই দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু এবার এহেন কোয়েল মল্লিককেই কথা শুনতে হল তাঁর পোশাক নিয়ে। আসলে সদ্য ঝাড়খণ্ডের জঙ্গলে মিতিন মাসের শুটিংয়ের জন্য দলমা পাহাড় গিয়েছিলেন কোয়েল। সেখানেই জঙ্গলের মধ্যে মহাদেবের মন্দির দেখতে পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী।
টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,অভিনেত্রী,Actress,কোয়েল মল্লিক,Koel Mallick,পোশাক,Dress,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media,জবাব,Reply
ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশের পর,মাথা নত করে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া কিংবা মন্দির চত্বরের বাইরে দাঁড়িয়ে পোজ দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন কোয়েলের পরনে ছিল ঢিলেঢালা একটি প্যান্ট এবং একটি টি শার্ট। এই মন্দির দর্শনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘শুটের মধ্যে ভক্তিমূলক ভ্রমণ’।

এই ভিডিও দেখে নেটিজেনদের অধিকাংশই অভিনেত্রীকে প্রশংসায় ভরালেও চোখ আটকে যায় একজন জনৈক নেটিজেনের কমেন্ট পড়ে। আসলে কোয়েলের পোশাক নিয়ে আপত্তি তুলে ওই নেটিজেন লিখেছেন ‘বাঙালি অথবা হিন্দু হিসেবে আমরা শাড়ি অথবা চুরিদার পরে মন্দিরে যাই। আমি তোমাকে বিচার করছি না। কিন্তু এটাই আমাদের সংস্কৃতি’।
টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,অভিনেত্রী,Actress,কোয়েল মল্লিক,Koel Mallick,পোশাক,Dress,ট্রোলড,Trolled,সোশ্যাল মিডিয়া,Social Media,জবাব,Reply
 এই মন্তব্য নজরে পড়তেই চুপ থাকেননি কোয়েলও। পাল্টা জবাবে অভিনেত্রী লিখেছেন ‘ভক্তি মনের ব্যাপার পোশাকের নয়। আপনাকেও আমি বিচার করছি না’। এইভাবেই কোয়েলের লেখা শেষ লাইনটা যেন ওই নিন্দুকের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে।

 

Back to top button