• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪০ পেরিয়েও লাগে অষ্টাদশী! এই ছোট্ট ঘরোয়া উপায়ে নিজের যৌবন ধরে রেখেছেন কোয়েল

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের (Actress) মধ্যে একজন হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। দেখতে দেখতে দু’দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। সময়ের সঙ্গেই বেড়েছে তাঁর জনপ্রিয়তাও। এই টলি সুন্দরী আগামী মাসেই ৪১ বছরে পা দেবেন। কিন্তু তা দেখে কে বলবে সেকথা! একজন নিজের রূপ-সৌন্দর্যের মাধ্যমে তিনি টেক্কা দেন অষ্টাদশীদের।

এক সময় বলা হতো, ‘মেয়েরা কুড়িতেই বুড়ি’। কিন্তু সেই ধারণা যে কতটা ভুল তা প্রমাণ করে দিয়েছেন রঞ্জিৎ মল্লিকের মেয়ে। ৪০ পেরিয়ে গেলেও অভিনেত্রীর রূপের জেল্লা আজও বর্তমান। বিয়ে হয়ে গিয়েছে, এক সন্তানের মা, তবুও কোয়েলের কাছে হার মানেন অনেক অষ্টাদশী! আজকের প্রতিবেদনে এই টলি সুন্দরীর বিউটি সিক্রেটই (Beauty secret) তুলে ধরা হল।

   

Koel Mallick, Koel Mallick beauty secrets

কোয়েল এমন একজন অভিনেত্রী যিনি নিজের একেবারে ঘরোয়া উপায়ে নিজের রূপ পরিচর্যা করেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি কড়া ডায়েট মেনে চলেন তিনি। পাশাপাশি নিজের শরীরেরও যত্ন নেন। জানা গিয়েছে, ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টে কর্ণফ্লেক্স, দুধ এবং ডিম খান টলি সুন্দরী। দুপুরে তাঁর পাতে থাকে ব্রাউন রাইস, সবজি এবং মাছ। বিকেলে খান ফ্রুট স্যালাড এবং রাতে চিকেন, রুটি ও মিক্সড ভেজ। পাশাপাশি রোজ পর্যাপ্ত পরিমাণে জলও খান তিনি।

Koel Mallick, Koel Mallick beauty secrets

কোয়েলের এই ডায়েটে ভাজা খাবারের কোনও স্থান নেই। পাশাপাশি নায়িকা এও জানিয়েছেন তিনি মাছ খেতে ভীষণ ভালোবাসেন। অবশ্য শুধুমাত্র রূপচর্চার বিষয়েই নয়,প্রেগন্যান্সির সময়ে কীভাবে মহিলাদের খেয়াল রাখা উচিত তাও বলেছিলেন রঞ্জিৎ কন্যা। টলি সুন্দরীর কথায়, ডায়েটের পাশাপাশি মনের যত্ন নেওয়াটাও খুব জরুরি।

Koel Mallick, Koel Mallick beauty secrets

পর্দার ‘মিতিন মাসি’ বলেন, ‘আমার মা, জেঠিমা, কাকিমা এবং আমার ডাক্তার আমায় বলে রেখেছিলেন শারীরিক ও মানসিকভাবে অবসাদ আসতে পারে। সেই জন্য আমি এই বিষয়ে আগে থেকেই প্রস্তুত ছিলাম। গর্ভাবস্থায় আমি ভজন, মেডিটেশন মিউজিক শুনতাম। ভালো ভালো সিনেমা দেখতাম’।

Koel Mallick, Koel Mallick beauty secrets

কোয়েল এও বলেন, অনেক মহিলা গর্ভাবস্থায় অনেক বেশি সেনসিটিভ হয়ে পড়েন। ছোটখাটো বিষয়েই প্রতিক্রিয়া দিয়ে ফেলেন। গর্ভাবস্থার সময়টা খুব কঠিন। একজন মহিলার শরীরে অনেক পরিবর্তনও আসে। সেই কারণে অভিনেত্রী অনুরোধ করে বলেছিলেন, ‘সেসব মা ও তাঁদের পরিবারের সদস্যদের কাছে আমার অনুরোধ এমন কিছু যদি হয় তাহলে আপনারা সেই মাকে খুব সেনসিটিভভাবে সামলাবেন। তাঁকে সময় দেবেন’।

site