• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামাই হিসেবে অর্ণবকে পছন্দ ছিল না ইপ্সিতার মায়ের! সেই জন্যই বিচ্ছেদ? মুখ খুললেন অভিনেত্রীর মা

Published on:

Ipsita Mukherjee,Arnab Banerjee,Ipsita Mukherjee’s mother,Tollywood,Arnab Banerjee Ipsita Mukherjee,Arnab Banerjee Ipsita Mukherjee break up,entertainment,ইপ্সিতা মুখার্জি,অর্ণব ব্যানার্জি,ইপ্সিতা মুখার্জি অর্ণব ব্যানার্জি,ইপ্সিতা মুখার্জির মা,ইপ্সিতা মুখার্জির মা অর্ণব ব্যানার্জি,ইপ্সিতা মুখার্জি অর্ণব ব্যানার্জির ব্রেক আপ,টলিউড,বিনোদন

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় দুই শিল্পী হলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) এবং ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)। এই দুই তারকার মধ্যেকার সম্পর্কের কথাও অনুরাগীদের অজানা ছিল না। এই ডিসেম্বর মাসেই বিয়ে করার কথা ছিল দু’জনের। কিন্তু এর মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন অর্ণব-ইপ্সিতা। এরপর থেকেই বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসছে একাধিক কারণ।

গত কয়েক মাস ধরেই অর্ণব এবং ইপ্সিতার সম্পর্কের ভাঙন নিয়ে স্টুডিওপাড়ায় নানান ধরণের ফিসফাস শোনা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন বিচ্ছেদ হল সেই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মনে। এবার এই বিষয়েই উঠে এল চাঞ্চল্যকর কারণ।

Arnab Banerjee Ipsita Mukherjee

চলতি বছর জানুয়ারি মাসে রেজিস্ট্রি সেরেছিলেন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের ব্যাঙ্কবাবু এবং ‘এক্কাদোক্কা’র বুবলু। এই মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এই কয়েকমাসেই জল গড়িয়েছেন অনেকদূর। ইতিমধ্যেই দু’জনের সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুলেছেন ইপ্সিতার মা।

অভিনেত্রীর মায়ের শুরু থেকেই অর্ণবের সঙ্গে মেয়ের সম্পর্ক নাকি পছন্দ ছিল না। কিন্তু তা সত্ত্বেও মেয়ের মুখের দিকে তাকিয়েই সবটা মেনে নিয়েছিলেন তিনি। এবার এই বিষয়টিই খোলসা করেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এর মঞ্চে এসে মনের কথা বলেন ইপ্সিতার মা।

Tollywood actress Ipsita Mukherjee’s mother was against her relationship with Arnab Banerjee

‘আলো ছায়া’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই অর্ণব-ইপ্সিতার সম্পর্কের সূত্রপাত। ‘দিদি নম্বর ১’ অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে প্রশ্ন করেন রচনা। জবাবে ইপ্সিতার মা বলেন, ‘মেয়ের যেটা পছন্দ, সেটাকে আমাদেরও ভালো বলতেই হবে। আমি চেয়েছিলাম আরও কিছুদিন পরে ও কোনও সম্পর্কে জড়াক। এই সম্পর্ক টিকবে কিনা সেটা নিয়েও আমার প্রশ্ন রয়েছে’।

প্রসঙ্গত, রচনার শো’য়ে এসে ইপ্সিতার মা সম্পূর্ণ কথাটিই মজার ছলে বলেছিলেন। কিন্তু ভাগ্যের চাকা যে কখন কোনদিকে গড়ায় তা বোঝা দায়। আপাতত অর্ণব-ইপ্সিতা নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন। যদিও প্রকাশ্যে এই বিষয়ে কথা বলতে নারাজ দুই তারকাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥