• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এটা রবীন্দ্রসঙ্গীত? ইন্দ্রাণী হালদারের গান শুনে ছি ছি করছে নেটপাড়া

Published on:

Tollywood actress Indrani Halder trolled after singing Dijendrageeti as Ranbindrasangeet viral video

বাংলা বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাদের উপার্জনের উৎস শুধুমাত্র অভিনয় কিংবা বিভিন্ন নামী বিজ্ঞাপনী সংস্থার পরিচিত মুখ হয়েই আটকে নেই। এসবের পাশাপাশি অনেক তারকাদের জীবনে আয়ের অন্যতম উৎস হলো বিভিন্ন মাচা শো। এই মাচা শো করেই একাধিকবার দর্শকদের মনোরঞ্জন করতে দেখা গিয়েছে বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

এই তালিকায় রয়েছেন টলিউডেরব অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder), তথা ছোট পর্দার গোয়েন্দা গিন্নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁরই গাওয়া একটি  গানের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ইন্দ্রানী হালদারের মতো এমন একজন ওজনদার অভিনেত্রীই  করে ফেললেন এক মস্ত বড় ভুল। এমনিতে তারকারা মঞ্চে হাজির হলেই  দর্শকাসনে উপস্থিত অনেকের কাছ থেকেই  আসতে থাকে এক ঝাঁক অনুরোধ।

Indrani Haldar

ইন্দ্রানী হালদারের কাছেও তাঁর অনুরাগীরা রবীন্দ্র সংগীত গেয়ে শোনানোর আবদার করেছিলেন। অনুরাগীদের অনুরোধ আসতেই সকলের আবদার পূরণ করতে মাইক হাতে নিয়ে ইন্দ্রানী হালদার জোর গলায় দাবি করেন তিনি নাকি খুব ভালো রবীন্দ্র সংগীত গাইতে পারেন।

আর এরপরেই যে কান্ডটি ঘটে তা আশা করেননি কেউ। তাই অভিনেত্রীর গান শোনার পর থেকে হাসিই  থামছে না কারও। আসলে রবীন্দ্র সংগীত গাইবেন বলেও, মাইক হাতে নিয়ে হঠাৎ অভিনেত্রী গিয়ে ওঠেন ‘ধনধান্যে পুষ্পে ভরা’।

টলিউড,Tollywood,ইন্দ্রানী হালদার,Indrani Halder,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,রবীন্দ্রসঙ্গীত,Rabindra Sangeet,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll

যা আদতে রবীন্দ্রসঙ্গীত নয় বরং দ্বিজেন্দ্রগীতি। এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখা মাত্রই তুমুল ট্রোলিং এর পাশাপাশি তৈরী হয়েছে দেদার মীম। দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন ইন্দ্রানী হালদারের মতো একজন নামী অভিনেত্রীর এমন কাণ্ডকারখানা দেখে অবাক  আট থেকে আশি সকলেই।

ইন্দ্রানী হালদারের মত একজন অভিনেত্রী কি করে এমন একটা কান্ড ঘটিয়ে বসলেন তা নিয়ে সত্যিই দিশেহারা সকলে? তবে বং ট্রেন্ডের তরফ থেকে এই ভাইরাল  ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিওটিই  এখন নেটিজেনদের রসিকতার অন্যতম মূল উপাদান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥