• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার আড়ালে কেমন আছেন ইন্দ্রাণী হালদার? নিজের মুখেই ভক্তদের সুখবর দিলেন ‘শ্রীময়ী’

Published on:

Tollywood actress Indrani Haldar opens up abuot her comeback

বাংলা বিনোদন জগতের অত্যন্ত দাপুটে একজন অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। নব্বইয়ের দশকের বাংলা সিনেমার (Bengali Cinema) প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে প্রথমেই নাম আসে তাঁর। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোট পর্দাতেও (Bengali Serial) সুপারহিট ইন্দ্রানী হালদারের মেগা সিরিয়াল গুলি। তাই আজও ছোট পর্দার দর্শকদের কারও কাছে তিনি গোয়েন্দা গিন্নি তো কারও  কাছে তিনি শ্রীময়ী।

তবে শুধু ছোট পর্দায় নয়, ইতিমধ্যেই তিনি অভিনয় করে ফেলেছেন ওয়েব সিরিজেও। স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল শ্রীময়ী শেষ হওয়ার পর অভিনেত্রীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে কুলের আচার সিনেমায়। এরপর জি বাংলার নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’র প্রথম কয়েকটি পর্বেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু আচমকাই এই রিয়ালিটি শো থেকেও উধাও হয়ে যান অভিনেত্রী।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,ইন্দ্রানী হালদার,Indrani Halder,বাংলা সিরিয়াল,Bengali Serial,কামব্যাক,Comeback

একটানা এতদিন ইন্দ্রানী হালদারকে অভিনয় থেকে দূরে দেখে বেশ চিন্তিত তাঁর অনুরাগীরা। তাই সকলেই বারবার জানতে চাইছেন বর্তমানে কি করছেন তিনি? অভিনয় থেকে দূরে গিয়ে কি করছেন তিনি? প্রসঙ্গত মাস দুয়েক আগে ‘আর্টিস্ট ফোরাম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত কলাকুশলীরা।

কিন্তু সেখানেও দেখা মেলেনি সকলের প্রিয় মামণিদির। আসলে ইন্ডাস্ট্রির মানুষদের কাছে তিনি এই নামেই বেশি পরিচিত।  ছোটপর্দা কিংবা বড়পর্দায় শুধু নয়, ইন্দ্রানী হালদারের দেখা মেলে না সোশ্যাল মিডিয়াতেও। সোশ্যাল মিডিয়ার জগতে সচরাচর সক্রিয় থাকেন না এই অভিনেত্রী।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,ইন্দ্রানী হালদার,Indrani Halder,বাংলা সিরিয়াল,Bengali Serial,কামব্যাক,Comeback

তাই অভিনেত্রীর হাল হাকিকৎ জানতে বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। তখন যদিও বড় পর্দায় কামব্যাক করার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করলেও ছোট পর্দায় তাড়াতাড়ি ফেরার ব্যাপারে আশা জাগিয়েছিলেন অভিনেত্রী।

ইন্দ্রানী হালদারের কথায় ‘সব সময় তো সব গল্প পছন্দ হয় না। আমার কাছে বেশ কিছু নতুন গল্প এসেছে। পড়ছি। সিনেমার কাজ এই মুহূর্তে করব না। সিরিয়ালেরই বেশ কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। যদি কোনওটা পছন্দ হয়ে যায়, অবশ্যই হ্যাঁ করে দেব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥