কথায় আছে মায়েরা সব পারে! কথাটা প্রবাদ বাক্য হলেও আসলে কিন্তু খাঁটি সত্যি কথা। মায়েরা সত্যি তাদের সন্তানের জন্য সব কিছু করতে পারে। আর আজ অর্থাৎ ৯ই মে হল মাতৃ দিবস। আজকের দিনে মায়েদের সন্মান জানানো হয়। বিগত বছর থেকে শুরু করে এবছরে এপর্যন্ত টলিউডের বহু অভিনেত্রী মা হয়েছেন। তবে মা হয়েও কিন্তু থেমে থাকেনি তাদের জীবন বা কাজ কোনোটাই। সন্তানদের যত্ন থেকে শুরু করে শুটিং সবই করছেন তাঁরা।
আজ মাতৃ দিবসে দেখে নেওয়া যাক টলিউডের কিছু মায়েদের কাহিনী। যারা মা হয়েও নিজের অভিনয় লাইফ আর মাতৃত্ব একত্রে সামলে চলেছেন। এই সমস্ত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রান্না ঘরের সুদীপা থেকে শুরু করে আরো অনেকে।
সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)
রান্নাঘরের সূত্রে ব্যাপক জনপ্রিয় সুদিপা চ্যাটার্জী। দুপুর হলেই মনভরিয়ে দেবার মত রকমারি খাবার নিয়ে হাজির হন অভিনেত্রী। তবে অভিনেত্রী হবার পাশাপাশি একজন মা সুদীপা। আর নিজের ছোট্ট ছেলের জন্য করোনা পরিস্থিতিতে অতিসচেতন অভিনেত্রী। কাজের জন্য বেরোলে বাড়ি থেকেই সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হচ্ছেন। বাড়ি ফিরেই সমস্ত ড্রেস চেঞ্জ করে নিজেকে সানিতাইজ করছেন। তবেই সন্তানকে কাছে টেনে নিচ্ছেন।
ময়না মুখার্জী (Moyna Mukherjee)
টেলিপাড়ার চেনা মুখ ময়না মুখার্জী। অভিনেতা সম্রাটকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের পর যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। যমজ ছেলেদের নাম রেখেছেন সাগর আর সমুদ্র। বাড়িতে ছোট্ট ছেলেরা থাকায় অনেকটাই সাবধানে থাকছেন অভিনেত্রী। শুটিংয়ের কাজে সপ্তাহে চার দিন বাড়ি থেকে বেরোতে হচ্ছে অভিনেত্রীকে। তবে বাড়ি ফিরেই সবার আগে সমস্ত ড্রেস ছেড়ে নিজেকে ভালোভাবে স্যানিটাইজ করা সমস্ত একেবারে স্ট্রিক্ট ভাবে মানছেন অভিনেত্রী।
স্বৈরিতী বন্দ্যোপাধ্যায় (Sairiti Bandhopadhyay)
টেলিভিশনের অভিনেত্রী স্বৈরিতী বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর একটি মেয়ে আছে, মেয়ের বয়স ১০ মাস। মা হবার পর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তবে মেয়ে বড় হলেও মাকে ছাড়া মোটেও চলে না তার। তাই মেয়েকে নিয়ে খুবই চিন্তিত অভিনেত্রী। কাজ থেকে ফিরে স্যানিটাইজ করা থেকে শুরু করে ড্রেস ছেড়ে নিজেকে সুরক্ষিত করে তবেই মেয়ের কাছে যান অভিনেত্রী।