এনা সাহা (Ena saha) মানেই পুরুষদের মনে ঝড়। ফ্যাশানিস্তা এনা সবসময়ই হাজির হন নিত্যনতুন অবতারে। সম্প্রতি মরু শহর দুবাইতে (Dubai) ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে গিয়ে প্রকৃতির সাথে নিজেকে ‘হট অবতারে’ মেলে ধরছেন এনা। লাল বিকিনি, সাদা ট্রান্সপারেন্ট শ্রাগ, লাল লিপস্টিকে নীল সমুদ্রের মাঝে ইয়ার্টে শুয়ে রোদ পোহালেন টলিউডের নয়া সেনসেশন এনা। লাল লিপস্টিকে তিনি যেন সেক্স বোম্ব। তার উন্মুক্ত উরু শীতের দিনেও ছড়ালো উষ্ণতা।
ধারাবাহিক দিয়েই কেরিয়ার শুরু করে গোটা ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা বেশ পোক্ত করে ফেলেছেন এনা সাহা। তার হাসিতেই পিছলে যায় কোটি কোটি পুরুষ মন। একটা সময়ে ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘সুভাষিনী’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’, ‘মা, তোমায় ছাড়া ঘুম আসে না’— প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে বাংলার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি।
কিন্তু অল্পবয়সেও এনার কেরিয়ার গ্রাফ ক্রমেই উর্ধ্বমুখী। ধারাবাহিক ছাড়াও বড় পর্দাতেও বহু কাজ করেছেন এনা। ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘রাজকাহিনী’র মতো পরিচিত সিনেমায় দেখা গিয়েছে তাকে। শুধু বাংলাতেই নয়, মাঝে বেশ কিছু অন্য ভাষায় কাজও করেছেন এনা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘বক্সার’। সম্প্রতি মুক্তি পেয়েছে এনা ও আরিয়ান ভৌমিক অভিনীত ‘দ্য হ্যাকার’।
View this post on Instagram
দুবাইয়ের মাঝদরিয়ায় উষ্ণতার পারদ চড়িয়ে এনা লিখেছেন, ‘আজ তুমি যে চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হচ্ছো কাল সেগুলোই তোমাকে আরও শক্ত করে তুলবে। চ্যালেঞ্জ তোমাকে জীবনে আরও ভাল করে তোলা তিক্ত নয়।’ কখনো ইয়ার্ট কখনো গাড়ির বনেটে এনার সাহসী ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল নেটদুনিয়ায়।