• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাথটবে স্নানের মুহূর্তে ফটোশুট, শীতকালে উষ্ণতার পারদ চড়ালেন এনা সাহা, দেখুন ছবি

ধারাবাহিক দিয়েই কেরিয়ার শুরু করে গোটা ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা বেশ পোক্ত করে ফেলেছেন এনা সাহা (Ena saha)। তার হাসিতেই পিছলে যায় কোটি কোটি পুরুষ মন। একটা সময়ে ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘সুভাষিনী’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’, ‘মা, তোমায় ছাড়া ঘুম আসে না’— প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে বাংলার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি।

কিন্তু অল্পবয়সেও এনার কেরিয়ার গ্রাফ ক্রমেই উর্ধ্বমুখী। ধারাবাহিক ছাড়াও বড় পর্দাতেও বহু কাজ করেছেন এনা। ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘রাজকাহিনী’র মতো পরিচিত সিনেমায় দেখা গিয়েছে তাকে। শুধু বাংলাতেই ‌নয়, মাঝে বেশ কিছু অন্য ভাষায় কাজও করেছেন এনা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘বক্সার’। সম্প্রতি মুক্তি পেয়েছে এনা ও আরিয়ান ভৌমিক অভিনীত ‘দ্য হ্যাকার’।

 

View this post on Instagram

 

A post shared by Ena Saha (@ena1996gemini)

তাই বলাই বাহুল্য তার অসংখ্য ভক্ত মুখিয়ে থাকেন তাকে একবারটি দেখবার জন্য। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নানান অবতারে হাজির হয়ে ভক্তদের খুশি করেন এনা। কিন্তু এবার এনার ছবিতে চড়েছে উষ্ণতার পারদ। স্নান করতে করতে ফেনায় ঢাকা শরীরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এনা সাহা৷ স্মোকি আইজ লুকে আবেদনময়ী চাহনি নিমেষে তোলপাড় করেছে নেটপাড়া। ভাইরাল ফটোতে এনার রূপের প্রশংসায় পঞ্চমুখ তার দর্শকরা।

 

View this post on Instagram

 

A post shared by Ena Saha (@ena1996gemini)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥