বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। খুব কম বয়সেই নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুটা টেলিভিশনের হাত ধরে করেছিলেন তিনি। পার্শ্বচরিত্রে দেখা মিলেছিল তাঁর। তবে সেখান থেকে মুখ্য চরিত্রে আসতে বেশিদিন সময় লাগেনি দিতিপ্রিয়ার। এবার সেই অভিনেত্রীই পা রাখলেন ‘রাজনীতি’র (Rajneeti) ময়দানে।
জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন দিতিপ্রিয়া। স্কুলে পড়ার বয়সে রানী রাসমণির চরিত্রে তাঁর তুখোড় অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। ইতিমধ্যেই বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন তিনি। কাজ করে ফেলেছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
এই মুহূর্তে দিতিপ্রিয়ার বয়স মাত্র ২০ বছর। তবে এই বয়সেই তিনি যা সাফল্য পেয়েছেন তা সত্যি কুর্নিশযোগ্য। টেলি ইন্ডাস্ট্রি এবং টলিউডে আকাশছোঁয়া সাফল্য পাওয়ার পর এবার কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন দিতিপ্রিয়া, পা রাখলেন ‘রাজনীতি’র ময়দানে।
এখন নিশ্চয়ই ভাবছেন কোন দলে যোগ দিলেন দর্শকদের প্রিয় ‘রানীমা’? তাহলে জানিয়ে রাখি, এখানে রয়েছে একটি টুইস্ট। কারণ সত্যি সত্যি রাজনীতির দুনিয়ায় পা রাখেননি অভিনেত্রী। বরং ‘রাজনীতি’ নামক একটি ওয়েব সিরিজে (Web Series) দেখা যাবে তাঁকে। শীঘ্রই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে রিলিজ করবে সেই সিরিজ।
‘রাজনীতি’তে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া। তাঁর চরিত্রের নাম রাশি ব্যানার্জি। এখানে এক রাজনৈতিক পরিবারের কাহিনী ফুটে উঠবে। দেখা যাবে, একটি ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে স্মৃতিশক্তি হারিয়েছে রাশি। যে কারণে অতীতের সব কিছু ভুলে যাবে সে। সেই সঙ্গেই ফিরে পাবে নতুন জীবন।
View this post on Instagram
‘রাজনীতি’তে নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলার সময় দিতিপ্রিয়া বলেন, ‘আমার এটা ভেবে খুব ভালোলাগছে যে ‘রাসমণি’তে অভিনয়ের পর আমি শুধুমাত্র মিষ্টি চরিত্রই পাচ্ছিলাম। তবে এই চরিত্রটি একেবারে ভিন্ন রকমের। অনেকগুলি লেয়ার রয়েছে। সেই জন্য প্রথমে গল্পটা শুনেই আমি ভীষণ আগ্রহী হয়ে গিয়েছিলাম’। আগামী ২৬ মে রিলিজ করবে এই সিরিজ। কৌশিক, দিতিপ্রিয়া ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।