বিনোদনভিডিও

রক্কে করো রঘুবীর, আবারও বিয়ের পিঁড়িতে বসছে বাবা! মাথায় হাত ‘রানী মা’ অভিনেত্রী দিতিপ্রিয়ার

হালকা শীতের এই মরসুম বিয়ের জন্য একেবারে ‘পারফেক্ট’। রোজ যে কত কত দম্পতি সাত পাকে ঘুরছেন তা গুনে শেষ করা যাবে না। বিনোদন ইন্ডাস্ট্রিতেও কিন্তু বাজতে শুরু করেছে বিয়ের সানাই! কিন্তু তাতে একেবারেই খুশি নন ‘রানী মা’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বরং সেই খবরে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন তিনি।

খুশি অবশ্য হবেনই বা কী করে? কারণ বাবার দ্বিতীয় বিয়ে দেখতে হচ্ছে তাঁকে! আচমকা এই খবর পেয়েই মাথায় হাত দিয়ে বসে পড়েন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Ditipriya Roy

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে একটি ভিডিও দেখে চমকে ওঠেন দিতিপ্রিয়া। অবাক হওয়া মুখে বলে ওঠেন, ‘বাবার আবার বিয়ে?’ একথা বলেই মাথায় হাত দিয়ে বসে পড়েন ‘করুণাময়ী রানী রাসমণি’ অভিনেত্রী।

তবে এখানে অবশ্য একটা টুইস্ট রয়েছে। দিতিপ্রিয়ার নিজের বাবা নন, বরং তাঁর অনিস্ক্রিন বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন। সেই বিয়েও আবার হবে বড়পর্দাতেই। এতদিনে অবশ্য সকলেই জেনে গিয়েছে, শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ (Prosenjit Weds Rituparna) ছবিটি। সেই ছবির প্রচারের জন্যই এই অভিনব ভিডিও বানিয়েছেন ‘আয় খুকু আয়’এর ‘বুড়ি’ ওরফে দিতিপ্রিয়া।

Ditipriya Roy Prosenjit weds Rituparna promotional video

বলিউডের মতোই ইদানিং বাংলা ছবির প্রচারেও প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার হচ্ছে। ছবির কলাকুশলীরা বাদে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারাও যোগ দিচ্ছেন এই ডিজিটাল প্রচারে। বাদ রইলেন না দিতিপ্রিয়াও। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির প্রচারে নামলেন অভিনেত্রী। সঙ্গে যোগ দেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নিজে। ভিডিওর শেষে তিনজনকে ছবির টাইটেল ট্র্যাকে কোমর দোলাতেও দেখা যায়।

প্রসঙ্গত, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নামের দুই তরুণ-তরুণী। ছবির ঋতুপর্ণা অর্থাৎ ইপ্সিতা মুখোপাধ্যায় বুম্বাদার অন্ধ ভক্ত। টলি সুপারস্টারকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে। প্রসেনজিৎ নামেরই এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পর ঋতুপর্ণার বুম্বাদার প্রতি প্রেমের কারণে নানান সমস্যার সৃষ্টি হতে থাকে। শেষ পর্যন্ত কী হল তা জানতে ছবির রিলিজের জন্য অপেক্ষা করতে হবে। আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।

Back to top button