• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উপার্জনের টাকা কীসে খরচ করেন রানীমা? মায়ের অভিযোগের পর মুখ খুললেন দিতিপ্রিয়া

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন অনেক শিল্পী রয়েছেন যারা ছোট বয়স থেকেই নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। এমনই একজন অভিনেত্রী (Actress) হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ছোট্ট বয়স থেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে তাঁর সাবলীল অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকমনে।

একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করার পর এখন টলিপাড়াতেও দিতিপ্রিয়ার ডিম্যান্ড তুঙ্গে। অল্প বয়সেই পৌঁছে গিয়েছেন সাফল্যের শীর্ষে। অনেক কম বয়স থেকে উপার্জন করছেন তিনি। তবে সেই টাকা অত্যন্ত যত্নে রাখেন অভিনেত্রী। টাকা (Money) আছে মানেই খরচ করতে হবে এই ধারণায় বিশ্বাসী নন তিনি। বরং প্রয়োজনের অতিরিক্ত খরচ না করাই পছন্দ করেন অভিনেত্রী।

   

Ditipriya Roy reveals how she spends her money

সম্প্রতি দিতিপ্রিয়া তাঁর মায়ের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ  (Didi No. 1) গিয়েছিলেন। সেখানে সঞ্চালিকা অভিনেত্রীর মায়ের কাছে জানতে চেয়েছিলেন, পর্দায় প্রাণখোলা হলেও মেয়ে বাড়িতে কেমন? ছোট থেকেই দিতিপ্রিয়া নাকি খুব চুপচাপ?

মেয়ের বিষয়ে খুব বেশি কিছু না বললেও পর্দার ‘রানী রাসমণি’র মা জানান, নিজের আয় করা টাকায় অন্য কাউকে হাত দিতে দেন না দিতিপ্রিয়া। টাকা তোলা যাবে না, সব ব্যাঙ্কে জমবে। অভিনেত্রী তখন বলেন, ব্যাঙ্কে জমানোর থেকেও বড় কথা হল তিনি টাকা অপচয় করা পছন্দ করেন না। হাতে যা টাকা আছে সেটা দিয়ে চলে যায়, তাহলে অতিরিক্ত খরচের প্রয়োজন কী?

Ditipriya Roy

দিতিপ্রিয়া সাফ বলেন, একটা জামা দিয়ে যদি হয়ে যায় তাহলে পাঁচটা জামা কেনায় প্রবল আপত্তি রয়েছে তাঁর। এই চিন্তাভাবনার কারণে জানতে চাইলে নেপথ্য কাহিনী জানান অভিনেত্রী। তিনি বলেন, লকডাউনের সময় তিনি দেখেছেন চারপাশে কত অর্থকষ্ট রয়েছে। আর ঠিক সেই জন্যই অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন তিনি।

পর্দার ‘রানীমা’ বাস্তবেও মানুষের সাহায্য করতে ভালোবাসেন। বিশেষত প্রাণীদের জন্য বহু সংস্থায় অর্থসাহায্য করেন তিনি। এছাড়াও বন্ধু এবং পরিচিত মানুষদের পাশেও দাঁড়ান। কিন্তু টাকার অপচয় একেবারেই পছন্দ নয় দিতিপ্রিয়ার। টলিপাড়ার এই নামী অভিনেত্রীর এই ভাবনার কথা শুনে মুগ্ধ হয়ে যান রচনাও। তিনি বলেন, মানুষের ভাবনা ঠিক এমনটাই হওয়া উচিত।