বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। যদিও ছোট পর্দার দর্শকরা তাঁকে ‘রানীমা’ (Ranima) নামেই বেশি চেনেন। তবে বিগত প্রায় এক বছরেরও বেশী সময় ধরে রানী মায়ের খোলস ছেড়ে দিতিপ্রিয়া প্রতিনিয়ত নিজেকে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে ভেঙে গড়ে চলেছেন। কখনও ওয়েব সিরিজ তো কখনো সিনেমায় বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলছেন নিজেকে। এখনও স্কুলের গণ্ডি না পেরোলেও বিনোদন জগতে পায়ের তলার মাটিটা কিন্তু বেশ পাকাপোক্ত করে ফেলেছেন এই প্রতিভাবান অভিনেত্রী।
এই অল্প বয়সেই তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে শুরু করে অনুরাগীরাও। দিতিপ্রিয়া যেভাবে নিজের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারের মধ্যে ব্যালেন্স করে চলছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এরই মধ্যে তিনি কাজ করে ফেলেছেন বড় পর্দার তিন তিনটি সিনেমায়। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ;আয় খুকু আয়; সিনেমায় তাঁর অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে সিনেমা প্রেমীদের।
সদ্য দিতিপ্রিয়া অভিনয় করেছেন রাজনীতি ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে তাঁর অভিনয় দারুন প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রসঙ্গত ওয়েব সিরিজটি রাজনীতির প্রেক্ষাপটে তৈরী হলেও দিতিপ্রিয়া অভিনীত চরিত্র রাশির প্রেম নিয়ে রয়েছে বিস্তার রহস্য। তবে শুধু পর্দায় নয় রহস্য রয়েছে অভিনেত্রীর বাস্তব জীবনের প্রেম নিয়েও। তিনি বাস্তবে প্রেম করছেন কিনা তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই।
এসম্পর্কে সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন তার মনে হচ্ছে তিনি দিনদিন এতটাই গম্ভীর হয়ে যাচ্ছেন যে ছেলেরা ভয়তে তাঁকে তাদের মনের কথাই বলতে পারেন না। এপ্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘অনেক সময় বুঝতে পারি পাশের লোকটা আমায় পছন্দ করে। কিন্তু বলতে পারছে না। আর আমি নিজে থেকে হিন্ট দিতে পারি না। সেটা আমার সমস্যা’।
তবে দিতিপ্রিয়া এখনও পর্যন্ত প্রেমে না পড়লেও সম্পর্ক নিয়ে কিন্তু বেজায় সিরিয়াস অভিনেত্রী। ছেলে খেলা নয় তিনি কারও সাথে সম্পর্কে থাকলে সেই মানুষটি যে তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হবে সে কথা এক প্রকার নিজের মুখে জানিয়েছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন তিনি ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-এ বিশ্বাসী নন।
এখনও পর্যন্ত তিনি এমন কোনো মনের মানুষের খোঁজ পাননি যাকে দেখে তার মনে হবে এই মানুষটাকে ছাড়া তিনি চলতে পারবেন না। দিতিপ্রিয়ার কথায় ‘যেদিন কোন মানুষকে দেখে মনে হবে সে না থাকলে কষ্ট হবে, সেদিন সম্পর্কে জড়াবো। আর তাছাড়া প্রেমে থাকতে হলে যে দায়িত্ববোধ থাকা দরকার সেটা আমার এখনও তৈরি হয়নি’।