• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সামনেই বিয়ে! দুহাত ভরা মেহেন্দি পরেই ইয়াবড় ডাম্বেল তুললেন উত্তমকুমারের হবু নাতবউ দেবলীনা

Published on:

Devlina kumar Gourab chatterjee

বিয়ের সানাই বাজতে চলেছে মহানায়ক উত্তম কুমারের (Uttam kumar) বাড়িতে। উত্তম-নাতি গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab chatterjee) বিয়ে বলে কথা। তোড়জোড় শুরু পাত্রী দেবলীনা কুমারের (Devlina kumar) বাড়িতেও। আগামী বুধবারই উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বাংলার রঙ্গবতী দেবলীনা কুমার। আজ সকালেই নিজের মেহেন্দির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। দুহাত জুড়ে মেহেন্দির নক্সা, পরনে তার নীল ডিজাইনার পোশাক আর ফুলের গয়না।

তার কিছুক্ষণ পরেই যদিও সম্পূর্ণ অন্য অবতারে ধরা দিলেন দেবলীনা। দুহাত ভরা মেহেন্দি পরে জিমে গেলেন অভিনেত্রী। মেহেন্দির সাজ ছেড়ে এক্কেবারে জিমের পোশাকে জিমে গিয়ে ইয়াবড় ডাম্বেল তুললেন দেবলীনা। বিয়ের আগে নিজেকে ফিট রাখতে কোনো ত্রুটি রাখছেন না ‘ব্রাইড টু বি দেবলীনা’।

মঙ্গলবার দেবলীনা একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে মেহন্দি পরেই শরীর চর্চা করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বিয়ের আগে ওই ভিডিয়োতে নিজেকে ‘ব্রাইড’ বলেও পরিচয় দেন দেবলীনা কুমার। তারকা জুটির এই বিয়ে নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত টলিপাড়া। ৯ ই ডিসেম্বরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব দেবলীনা।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥