• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কনের সাজে বসলেও বরই আসেনি! দেবলীনার অতীতের কাহিনী শুনে হতবাক দর্শকরা, রইল ভিডিও

Published on:

Tollywood actress Debolina Dutta shares how her marriage broke on the day of her wedding

বাংলার বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। মঞ্চ, টেলিভিশন, সিনেমা মিলিয়ে দীর্ঘ কয়েক বছরের কেরিয়ার তাঁর। ইতিবাচক হোক বা নেতিবাচক- সব ধরণের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের মাধ্যমেই জয় করেছেন দর্শকদের মন। বাংলার দর্শকরা একডাকেই চেনেন দেবলীনাকে। টেলিপাড়াতেও ভালো নামডাক রয়েছে অভিনেত্রীর।

দর্শকরা দেবলীনাকে সারাক্ষণ হাসিমুখেই দেখেছেন। তবে অনেকেই হয়তো জানেন না, বিয়ের (Marriage) সময় এই অভিনেত্রীর সঙ্গে কী হয়েছিল। বিয়ের কনের বেশে বসে ছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও বিয়ে করতে বর আসেনি। হ্যাঁ, ঠিকই দেখছেন। টলিপাড়ার এই নামী অভিনেত্রীর সঙ্গেই এমনটা হয়েছিল। বেশ কয়েক বছর আগে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ‘অপুর সংসার’এ এসে অতীতের এই অজানা কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।

Deboline Dutta marriage broke

শাশ্বত সঞ্চালিত ‘অপুর সংসার’ একসময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় শোগুলির মধ্যে একটি ছিল। অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বিনোদন দুনিয়ার নানান খ্যাতনামা তারকারা। সসেই শোয়েরই একটি পর্বে অতিথি হিসেবে গিয়েছিলেন দেবলীনা দত্ত এবং মনামী ঘোষ। সম্প্রতি নেটপাড়ায় সেই পর্বের ক্লিপিং বেশ ভাইরাল হয়েছে।

সেখানেই দেখা গিয়েছে নিজের অতীতের অজানা এক অধ্যায়ের বিষয়ে কথা বলছেন দেবলীনা। অভিনেত্রী বলেন, ‘আমি কনে সেজে বসে ছিলাম। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো ছিল। অতিথিদের কেউ কেউ খেয়েদেয়ে চলে যাওয়ার পথে ছিলেন। কিন্তু তাও বর এলো না। বর সহ তাঁর বাড়ির প্রত্যেকের ফোন বন্ধ’।

Deboline Dutta in Apur Sangsar

দেবলীনার সংযোজন, ‘পরের দিন শুনতে পেলাম নাকি তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। তবে হাসপাতালে গিয়ে কাউকে দেখতে পাইনি। সেই নামে যে ব্যক্তি ছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ’। অর্থাৎ বিয়ের দিন টলিপাড়ার এই নামী অভিনেত্রীকে মিথ্যা বলে ঠকানো হয়েছিল।

অতীতের এই অজানা কাহিনী শেয়ার করলেও সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানাননি দেবলীনা। এমনকি অভিনেত্রী বলেন, সেদিনের ঘটনার জন্য তাঁর কোনও আফসোসও নেই। কারণ সেদিন এই ঘটনা না ঘতলে তিনি তথাগতর (মুখার্জি)র সঙ্গে একটি সুন্দর জীবন কাটাতে পারতেন না। প্রসঙ্গত, এখন অবশ্য তথাগতর সঙ্গে দেবলীনার সম্পর্ক ভেঙে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥