বলিউড (Bollywood) জগতে মাদক চক্রের (Drug Case) হদিশ মেলার পর থেকেই অতিসক্রিয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা NCB। মুম্বাই এর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। এবার মুম্বাইয়ের এক হোটেলে তল্লাশি চালিয়ে এক টলিউড (Tollywood) অভিনেত্রীকে গ্রেফতার করল পুলিশ। শুধু তাই নয় অভিনেত্রীর সাথে ৪০০ গ্রাম এমডি মাদক উদ্ধার করেছেন এনসিবি যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকারও বেশি।
যেমনটা জানা যাচ্ছে গত শনিবার অর্থাৎ ২রা ডিসেম্বর মুম্বাইয়ের মিরা রোডের একটি হোটেলে তল্লাশি চালায় NCB আধিকারিকরা। সেখান থেকেই টলিউডের এই অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। সাথে চাদ মহম্মদ নামের ড্রাগ পেডলারকেও গ্রেফতার করা পুলিশ। তবে, এখনো পর্যন্ত শাহিদ নামের ড্রাগ পেডলারের খোঁজে রয়েছে মুম্বাই পুলিশ। NCB অফিসাররা হোটেলের মালিকদের এই মাদক চক্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। সাথে পলাতক শহিদের জন্য খোঁজ চলছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বলিউডে মাদকচক্র নিয়ে মামলা গড়িয়েছে বহুদূর। প্রথমে বলিউড সেলেব্রিটিদের জেরা। এরপর শুরু হয় হটাৎ হটাৎ তল্লাশি অভিযান, যার ফলে বলিউডের পরিচালক অর্জুন রামপাল গ্রেফতার হন। এরপর কমেডি অভিনেত্রী ভারতী সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকেও উদ্ধার হয় মাদক। গ্রেফতার হন ভারতী ও তার স্বামী হর্ষ। শেষমেশ বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহরকে ২০১৯ সালের একটি পার্টির ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সমন পাঠানো হয়।