বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা- সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। সম্প্রতি এই অভিনেত্রীরই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আদিযোগীর সামনে বসে রয়েছেন তিনি। চলতি বছর শিবরাত্রিটা (Shivratri) বেশ অন্যরকমভাবে কাটিয়েছেন তিনি।
আসলে এই বছর শিবরাত্রির সময় কলকাতায় ছিলেন না অপরাজিতা। তিনি চলে গিয়েছিলেন কোয়েম্বাটোরের ঈশা ফাউন্ডেশনে (Isha Foundation)। সেখানে সদগুরুর (Sadhguru) আশ্রমেই ছিলেন অভিনেত্রী। একটি নামী সংবাদমাধ্যমের কাছে পর্দার ‘লক্ষ্মী কাকিমা’ জানান, গত বছরও সেখানে গিয়েছিলেন তিনি। সারা বছরের জন্য মনের রসদ সঞ্চয় করে ফিরেছিলেন তিনি।
আসলে বছরভর কাজের চাপ এবং শহরের কোলাহলের সঙ্গে যুদ্ধ করার জন্য দরকার পড়ে মানসিক শান্তির। সদগুরুর আশ্রমে গিয়ে সেই শান্তিই পান অপরাজিতা। অভিনেত্রী বলেন, সেই আশ্রমে মানুষের মধ্যে কোনও অভিযোগ নেই। মহাশিবরাত্রি উপলক্ষ্যে সেখানে প্রত্যেক বছর বড় করে অনুষ্ঠান হয়। সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ ছুটে যান সেখানে।
অপরাজিতা মনে করেন, বিশ্বের এত মানুষ যে জায়গার টানে বারবার ছুটে আসেন সেখানে নিশ্চয়ই কোনও না কোনও বিশেষ ব্যাপার রয়েছেই। অভিনেত্রী ঈশা ফাউন্ডেশন থেকে নিজের একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ইতিমধ্যেই সেগুলি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঈশা ফাউন্ডেশনে বেশ কিছুটা সময় কাটানোর পর ২১ ফেব্রুয়ারিই কলকাতায় ফিরে এসেছেন অপরাজিতা। এখন অবশ্য বেশিদিন ছুটি কাটাতে পারবেন না তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে তাঁর নতুন ছবির শ্যুটিং। কিন্তু কাজ শুরু করার আগে সদগুরুর আশ্রমে দারুণ সময় কাটিয়ে আসলেন অপরাজিতা।
প্রসঙ্গত উল্লেখ্য, টলিপাড়ার এই নামী অভিনেত্রীকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছিল জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে। তবে সেই সিরিয়াল শেষ হয়েছে মাস খানেক হতে চলল। তবে এখনও পর্যন্ত লক্ষ্মী কাকিমার বেশে অপরাজিতাকে ভুলতে পারেননি দর্শকরা। অভিনেত্রীও জানিয়েছেন, মনের মতো চিত্রনাট্য যদি পান তাহলে ফের ছোটপর্দায় ফিরবেন তিনি।