• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামাকাপড় খোলা আধুনিকতা নয়! বোল্ড ছবি শেয়ার করতেই কটাক্ষের শিকার অপরাজিতা আঢ্য

Published on:

Aparajita Adhya trolled on social media

বাংলা বিনোদন জগতের তথা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন  অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সারাক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকে এই মিষ্টি অভিনেত্রীর। চেহারা তথাকথিত নায়িকা সুলভ না হলেও দুর্দান্ত অভিনয় দক্ষতাতেই বরাবরই তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের।

যদিও অপরাজিতা ছোট পর্দার দর্শকদের কাছে লক্ষ্মী কাকিমা নামেই বেশি পরিচিত। ইদানিং জি বাংলার জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালনার কাজে দেখা যাচ্ছে তাঁকে। প্রসঙ্গত বড়পর্দা হোক কিংবা ছোট পর্দা বিনোদনের উভয় মাধ্যমেই দাপিয়ে অভিনয় করে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Aparajita Adhya, Aparajita Adhya Instagram post

কখনও প্রধান চরিত্র আবার কখনও তিনি কারও মা, সব ধরনের চরিত্রেই দারুন মানিয়ে যান অপরাজিতাকে। তবে ছোট পর্দার এই হাসিখুশি কাকিমা মানেই সবার সামনে ভেসে ওঠে কপালে বড় টিপ আর পরনে শাড়ি।  অর্থাৎ অপরাজিতা আঢ্য মানেই তার সাজগোজে থাকবে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,বোল্ড লুক,Bold Look,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এমনটাই চোখে সয়ে গিয়েছে বাংলার দর্শকাদের। কিন্তু সম্প্রতি সমস্ত মিথ ভেঙে মাঝেমধ্যেই সাবেকি বাঙালি সাজ পোশাক ছেড়ে ওয়েস্টার্ন পোশাকে বোল্ড অবতারেই ধরা দিতে দেখা যায় এই ‘ফাটাফাটি’ অভিনেত্রীকে। কিছুদিন আগেই যেমন সমুদ্র পাড়ে হট প্যান্ট পরে নেটিজেনদের একটা বড় অংশের কটাক্ষের মুখে পড়েছিলেন অপরাজিতা।


আর সম্প্রতি তেমনি কালো রঙের একটি আঁটোসাঁটো ওয়েস্টার্ন  পোশাক পরে রীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হয়েছেন অপরাজিতা। অভিনেত্রীকে কটাক্ষ করে জনৈক একজন নেটিজেন লিখেছেন ‘আপনি যেমন আপনাকে তেমনই সুন্দর লাগে। রোগা হতে না পেরে ফ্রাস্টেটেড হয়ে জামাকাপড় খুলে ফেলাটা আধুনিকতা নয়। যে চেহারায় যেটা মানায় সেটাই শোভনীয়।’

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,বোল্ড লুক,Bold Look,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এছাড়া এদিন নীল সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সাদা পোশাকে ঘুরতে যাওয়ার আরো বেশ কিছু ছবি এবং ছবি ভিডিও শেয়ার করেছিলেন ছোট পর্দার লক্ষ্মী কাকিমা।  সেখানেও অভিনেত্রীর ভোলবদল দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের একটা বড় অংশের। ট্রোল করে একজন লিখেছেন ‘আপনাকে আমি এর আগে কখনো কোনো কমেন্ট করিনি তবে আজ করছি। বলছি দিদি এইসব ন্যাকামো গুলো না করলেই কি নয়? মানছি আপনি একজন খুব বড়ো অভিনেত্রী তাই বলে যা খুশি করবেন?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥