• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনের পরেই মাতৃহারা, পুরোনো ছবি শেয়ার করে মা-কে খুঁজছেন অপরাজিতা আঢ্য

Published on:

Aparajita Adhya,Aparajita Adhya mother,Aparajita Adhya mother death,Tollywood,entertainment,অপরাজিতা আঢ্য,অপরাজিতা আঢ্যর মা,অপরাজিতা আঢ্যর মায়ের মৃত্যু,টলিউড,বিনোদন,Aparajita Adhya with her mother,অপরাজিতা আঢ্যর মায়ের প্রয়াণ,মায়ের সঙ্গে অপরাজিতা আঢ্য

সোমবার মাতৃহারা হয়েছেন বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) নামী অভিনেত্রী (Actress) অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সপ্তাহের শুরুতেই শোকেরা ছায়া নেমে এসেছে অভিনেত্রীর পরিবারে। চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে তাঁর ‘মা’ ডাক। মা না ফেরার দেশের পাড়ি দেওয়ার পর এখন স্মৃতির পাতাতেই তাঁকে হাতড়ে বেড়াচ্ছেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’। গতকাল রাতে যেমন একগুচ্ছ ছবি শেয়ার করে মা-কে স্মরণ করলেন অভিনেত্রী।

গতকাল সকালে সোশ্যাল মিডিয়ায় মা তৃপ্তির (Aparajita Adhya mother) সঙ্গে একটি ছবি শেয়ার করে অপরাজিতা দুঃসংবাদটি দেন। অভিনেত্রী লিখেছিলেন, ‘মা আজ সকাল ৯:৩০টায় চলে গেলেন। অ খণ্ড শাসন দণ্ড ত্রস্ত হলো তাঁর… মার আত্মার শান্তি হোক’। টলি অভিনেত্রীর সংযোজন, ‘যারা পরিচিত সবার নাম্বার আমার কাছে নেই। তাঁদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম’।

Aparajita Adhya, Aparajita Adhya mother, Aparajita Adhya with her mother, Aparajita Adhya mother passed away

মায়ের মৃত্যুসংবাদ জানানোর পর থেকেই অপরাজিতাকে সমবেদনা জানাতে থাকেন তাঁর পরিচিত মানুষ, অনুরাগীরা। তৃপ্তিদেবীর আত্মার শান্তি কামনা করেন প্রত্যেকে। গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী। কোথাও দেখা যাচ্ছে, ছোট্ট অপরাজিতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁর মা, কোথাও আবার মায়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।

অপরাজিতার মুখে মাঝেমধ্যেই তাঁর মায়ের নানান কাহিনী শোনা যেত। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেরিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে তাঁর মা’ও সেটে যেতেন। অত্যন্ত সাহসীও ছিলেন তৃপ্তিদেবী। একবার অপরাজিতা নিজেই তাঁর মায়ের সাহসীকতার একটি গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

Aparajita Adhya, Aparajita Adhya mother, Aparajita Adhya with her mother, Aparajita Adhya mother passed away

অপরাজিতা জানিয়েছিলেন, তাঁর মায়ের যখন প্রসবযন্ত্রণা উঠেছিল সেই সময় তাঁর পাশে কেউ ছিল না। কিন্তু তা সত্ত্বেও মনোবল হারাননি তিনি। সেই অবস্থায় একা বাসে করে মেডিক্যাল কলেজে যান এবং মেয়ে অপরাজিতার জন্ম দেন।


প্রসঙ্গত উল্লেখ্য, গত দু’বছর ধরে শরীর ভালো ছিল না অপরাজিতার মায়ের। তিনি থাকছিলেন হাওড়ার বাড়িতেই। গতকাল বার্ধক্যজনিত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রীর মা। মেয়ের জন্মদিনের ৫ দিন পর ইহলোক ছেড়ে চিরতরে বিদায় নেন তৃপ্তিদেবী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥