• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐন্দ্রিলাকে ছাড়া প্রথম হোলি, উৎসবের দিনে মায়ের পোস্ট দেখে চোখ ভিজল অনুরাগীদের

Published on:

Tollywood actress Aindrila Sharma’s mother and friend share emotional post on Holi

দেখতে দেখতে প্রায় ৪ মাস হতে চলল টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) প্রয়াত হয়েছেন। আস্তে আস্তে প্রত্যেকে নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেলেও, মেয়েকে ভুলে আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি অভিনেত্রী পরিবারের মানুষ এবং প্রিয়জনেরা। প্রত্যেকটি উৎসবে ঐন্দ্রিলার কথা মনে পড়ে চোখে জল এসেছে তাঁদের। দোলের (Holi) দিনও তাঁদের ব্যতিক্রম হল না।

মঙ্গলবার সারা দেশের মানুষ রঙের উৎসব উদযাপনে মেতেছেন। গত বছর ধুমধাম করে দোল উদযাপন করেছিল শর্মা পরিবারও। তবে এবার বাড়ি মাতিয়ে রাখা মেয়েটাই নেই। স্বাভাবিকভাবেই ঐন্দ্রিলাকে ছাড়া দোল উদযাপন করছেন না তাঁর বাবা-মা-দিদি। রঙের উৎসবের দিনের স্মৃতির পাতায় ছোট মেয়েকে খুঁজে যাচ্ছেন তাঁরা।

Aindrila Sharma, Aindrila Sharma Holi, Aindrila Sharma mother on Holi

ঐন্দ্রিলার মা শিখাদেবী (Shikha Sharma) যেমন মেয়ের একটি পুরনো ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘মানিক তুমি নিজের মতো করে হোলি খেলা করো। আমি মন থেকে দেখি। আজ খুব খুব মিস করছি তোমাকে’। শিখাদেবীর এই পোস্ট দেখে চোখ ভিজেছে নেটিজেনদেরও।

Aindrila Sharma, Aindrila Sharma mother on Holi

গত বছর ধুমধাম করে টালিগঞ্জের বাড়িতে দোল উদযাপন করেছিলেন ঐন্দ্রিলা। পরিবারের সকলে তো বটেই, উপস্থিত ছিলেন অভিনেত্রীর বন্ধুবান্ধবরাও। সোশ্যাল মিডিয়ায় রং খেলার একাধিক ছবিও শেয়ার করেছিলেন ‘জিয়ন কাঠি’ অভিনেত্রী। তাঁর প্রাণোচ্ছল হাসি দেখে বোঝা দায় ছিল, কয়েকদিন আগে অবধিও ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।

Aindrila Sharma, Aindrila Sharma Holi, Aindrila Sharma Holi celebrations

কিন্তু এই বছর ঐন্দ্রিলা নেই। সেই টালিগঞ্জের বাড়িও দোলের দিন ফাঁকাই পড়ে রয়েছে। টিভি৯ বাংলার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আজ বিকেলে বহরমপুর থেকে কলকাতায় আসবেন অভিনেরীর মা। তাঁর দিদি ঐশ্বর্যও আজই দিল্লি থেকে কলকাতায় ফিরবেন। এই প্রথম ছোট মেয়েকে ছাড়া দোল উদযাপন করবেন শিখাদেবী এবং উত্তমবাবু।

অপরদিকে আবার রঙের উৎসবের দিনে বান্ধবীকে নিয়ে একটি পোস্ট করেছেন ঐন্দ্রিলার বান্ধবী পারমিতা সেনগুপ্ত। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘যেখানেই থাকিস এমন রঙিনই থাকিস সবসময়। সব পার্টি কিন্তু ডিউ হয়ে যাচ্ছে। যেদিন আবার দেখা হবে, রং, তাশা, বাজি, ব্যাঞ্জো নিয়ে গ্র্যান্ড পার্টি করব ভাই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥