২৪টি বসন্ত কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন টলিউডের নামী অভিনেত্রী (Tollywood actress) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, পরিবার, কাছের বন্ধু বান্ধব, অনুরাগী- সকলের প্রার্থনা সত্ত্বেও শেষ রক্ষা হল না। রবিবার বেলা ১২:৫৯ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। আজই সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হল ঐন্দ্রিলার শেষকৃত্য (Aindrila Sharma last rites)।
বেলা ১টা নাগাদ ঐন্দ্রিলার মৃত্যুর খবর পাওয়ার পরেই হাসপাতালের বাইরে জড়ো হতে থাকেন অনুরাগীরা। বিকেলে হাসপাতাল থেকে অভিনেত্রীর মরদেহ বের করে তাঁর কুঁদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয় শেষবারের মতো নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।

টেকনিশিয়ান্স স্টুডিয়োয় বেশ কিছুক্ষণ শায়িত ছিল ঐন্দ্রিলার মরদেহ। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। এরপর সেখান থেকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীর দেহ। সেখানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। চোখের জলে তাঁকে চিরবিদায় জানায় পরিবার, কাছের মানুষরা।
বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রাত পৌনে ৮ট নাগাদ শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে বেরোন অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরী এবং পরিবারের সদস্যরা। শেষকাজের পর ‘জিয়ন কাঠি’ নায়িকার অস্থি বিসর্জন করার জন্য ঘাটের দিকে রওনা হন প্রত্যেকে।

গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে ঐন্দ্রিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছিলেন অভিনেত্রী। চিকিৎসকেরা প্রথমে ভেবেছিলেন, বয়স কম হওয়ার কারণে সেরে উঠবেন অভিনেত্রী। কিন্তু তেমনটা হয়নি।
গত বুধবার পরপর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল নায়িকার। তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতালের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাঁকে দেখানো হয়েছিল। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে পরাজিত হন ঐন্দ্রিলা। পরিবার, প্রিয়জন, অনুরাগীদের কাঁদিয়ে আজই পঞ্চতত্ত্বে বিলীন হলেন অভিনেত্রী।














